আজ আইপিএলে (IPL 2025)-এ ইডেন গার্ডেন্সে খেলতে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ পঞ্জাব কিংস টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০১ রান করেছে। কোনওরকম ঝুঁকি না নিয়েই পঞ্জাবের অধিনায়ক শ্রেয়স আইয়ার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন, কারণ দ্বিতীয় ইনিংসে স্পিনাররা একটু সুবিধা পাচ্ছেন ইডেন গার্ডেন্সে। পঞ্জাবের ওপেনিং ব্যাটারারও ভালোই খেলল। ৬৯ রান করলেন প্রিয়াংশ আর্য, ৮৩ রান করলেন প্রভসিমরন সিং।
PBKS তুলল ৪ উইকেটে ২০১
এবারের আইপিএলে টিকে থাকতে গেলে কেকেআরকে ঘরের মাঠে জিততেই হবে পঞ্জাবের বিরুদ্ধে। শ্রেয়স আইয়ারের দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ১১২ রানও তাড়া করে জিততে পারেনি নাইটরা, ফলে ২০২ রানের টার্গেট ইডেন গার্ডেন্সেও কঠিন হতে পারে রাহানেদের কাছে। এই ম্যাচে ওপেনিং জুটি টিকে যাক, সেটাই চাইবেন নাইট রাইডার্সের অধিনায়ক। ম্য়াচে রভম্যান পাওয়েলকে এনেও ব্যাটিংয়ের শক্তি বাড়িয়েছে কেকেআর।
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ৮টা ম্যাচের মধ্যে ৩টি ম্যাচে মাত্র জিতেছে নাইট রাইডার্স। ফলে বাকি ছয় ম্যাচের মধ্যে পাঁচটি জিততেই হবে তাঁদের। এখন আজকের ম্যাচ যদি নাইটরা হেরে যায়,স তাহলে কাজটা আরও কঠিন হয়ে যাবে। গত ম্যাচে ৯ নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল অংকৃষ রঘুবংশীকে।
ম্যানেজমেন্টের ভুলেই IPL 2025-এ ব্যর্থ KKR?
কেকেআরের কোচ এবং অধিনায়ক দলের ব্যাটিং নিয়ে যে কি পরীক্ষা নীরিক্ষা করছেন তা মাথায় ঢুকছে না অনেকেরই। এরই মধ্যে কেকেআরের এবারের আইপিএলে করুণ পরিস্থিতিতে থাকার জন্য দলের ম্যানেজমেন্টের এক ভুলের দিকেই আঙুল তুললেন প্রাক্তনী চেতেশ্বর পূজারা। এবারের আইপিএলের আগে সৈয়দ মুস্তাক আলি টি২০ ট্রফি জয়ী রাহানেকে কেকেকআরের অধিনায়ক করে আনা হলেও তিনি শেষবার ৯ বছর আগে আইপিএলে ক্যাপ্টেন্সি করেছিলেন।
রাহানে কখনই ফাস্ট চয়েস ছিলেন না ?
রাহানে ব্যাটার হিসেবে ক্লিক করে গেলেও তাঁর অধিনায়কত্ব খুব একটা নজর কাড়েনি। এছাড়া তিনি কেকেআরের ফার্স্ট চয়েস অধিনায়কও ছিলেন না। কারণ তাঁকে আইপিএলের নিলামে সরাসরি কেনেনি কেকেআর, বরং দ্বিতীয় রাউন্ডের নিলামে অর্থাৎ অবিক্রিত থাকার পর তাঁকে ১.৫ কোটির বেস প্রাইসে কেনে নাইটরা। প্রায় ২৪ কোটিতে বেঙ্কটেশ আইয়ারকে দলে নেয় গতবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফলে অনেকেরই আশা ছিল বেঙ্কি হয়ত অধিনায়ক হবেন, কিন্তু রাহানেকে সেই দায়িত্ব দেওয়া হয়।
অধিনায়কত্বের কারণেই KKR-র এই হাল
এদিকে শ্রেয়স আইয়ারকে দল থেকে ছেড়ে দেওয়ায় কাকে কাকে নিলামে টার্গেট করবে সেই নিয়েও কোনও স্পষ্ট ধারণা ছিল না ম্যানেজমেন্টের, এটাই কেকেআরের এবারে খারাপ পারফরমেন্সের কারণ বলে মনে করছেন পূজারা। তাঁর কথায়, ‘ক্রিকেটারদের মধ্যে অধিনায়কত্ব নিয়ে কোনও স্পষ্ট ধারণা ছিল না। যখন মরশুম শুরু হচ্ছে তখনও কেউ জানত না বেঙ্কটেশ আইয়ার না আজিঙ্কা রাহানে, কে অধিনায়ক হবেন। এবার এমন বিষয় নিয়ে যদি কোনও স্পষ্টতা না থাকে, তাহলে সিদ্ধান্ত নেওয়াও কঠিন হয়ে যায়, আর বাকিদের মনের ওপরও তার প্রভাব পড়ে। যদি তোমরা না জানো কে অধিনায়ক হবে, তাহলে ড্রেসিং রুমে অনেক কথাই চলতে থাকে ’।
ফিঞ্চ চাইছিলেন শ্রেয়সকেই
আরেক নাইট প্রাক্তনী ফিঞ্চও বলেন, ‘যদি নিলামের টেবিলে বসার আগে অধিনায়কের বিষয়ে কোনও নিশ্চয়তা থাকে, তাহলে সেই অনুযায়ী প্ল্যানিং করতে সুবিধা হয়। সেক্ষেত্রে শ্রেয়সকে রিটেন করলে কোন ক্রিকেটারদের কীভাবে ব্যবহার করতে চাইছে ও, সেটার বিষয়ও স্পষ্ট ধারণা থাকত আর দলও সেভাবেই তৈরি করা যেত ’।