ভারতীয় দলের টপ অর্ডার ব্যাটার যশস্বী জসওয়াল ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টেস্টেই দুরন্ত ছন্দ দেখিয়েছেন। প্রথম টেস্টে শতরানের পর দ্বিতীয় টেস্টেও ৮৭ রান করেছেন যশস্বী। একটুর জন্য নিজের ব্যাক টু ব্যাক শতরান মিস করেছেন তিনি। ২৩ বছর বয়সী এই ওপেনার মাত্র ১০৭ বলেই ১৩টা চার মেরে ৮৭ রান করেছিলেন। গত অস্ট্রেলিয়া সিরিজে যখন বারবার ভারতীয় ব্যাটাররা ধাক্কা খাচ্ছিলেন তখন কিন্তু মাথা উঁচু করেই খেলেছিলেন যশস্বী।
ক্রিস ওকসের বলে যশস্বী আউট হওয়ার পরই তাঁর ভুল চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন পূজারা। তিনি ধারাভাষ্য দিতে দিতেই বলছেন, ‘বোলারদের সঠিক লেন্থে বল করতে হবে, ওকে অফ স্টাম্পের বাইরেই গুড লেন্থ বল করতে হবে। সেটা করতে থাকতে হবে, আর অপেক্ষা করতে হবে যাতে যশস্বী কোনও ভুল করেন ’।
শুভমন গিলের শতরান এবং যশস্বীর দুর্দান্ত ৮৭ রানের ইনিংসের সুবাদেই ভারতীয় দলের প্রথম দিনের শেষে স্কোর পৌঁছায় ৫ উইকেটে ৩১০ রানে। অবশ্য রবীন্দ্র জাদেজাও দিনের শেষ লগ্নে যোগ্য সংগত দেন গিলকে। তিনি ৪১ রানে অপরাজিত রয়েছেন। জসওয়ালের দিনের শুরুতে ব্যাটিং দেখে অবশ্য পূজারার তেমন মনে ধরেনি।
তিনি বলছেন, ‘শুরুর দিকে ও শট খেলার চেষ্টা করছিল, কিন্তু সমস্যা হচ্ছিল। কিন্তু ও একবার সেট হওয়ার পর যে ধরণের শট খেলেছে, সেটা বেশ ভালো। প্রথম আধ ঘন্টা কেটে যাওয়ার পর খেলায় পুরো কন্ট্রোল নিয়ে ফেলেছিল যশস্বী, আর ও কোনও সুযোগ হাতছাড়া করছিল না। যার ফলে বোলারদের কাজ কঠিন হয়ে গেছিল। ওকে পিচ আপ করলে ও ভালো ড্রাইভ করে। অফ স্টাম্পের বাইরের বলে ভালো কাট করতে পারে। বাম্পারের ক্ষেত্রেও ও আত্মবিশ্বাসের সঙ্গে শট খেলে। ওর ক্ষেত্রে বোলারদের মার্জিন ফর এরর খুবই কম হয় ’।
এখনও পর্যন্ত এই সিরিজে ১৯২ রান করেছেন যশস্বী জসওয়াল, তাঁর ব্যাটিং গড় ৬৪। প্রথম টেস্টের প্রথম ইনিংসে যশস্বী ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন, তবুও দলের হার আটকাতে পারেননি। এই টেস্টে বোলাররা দাপটের সঙ্গে ভারতকে জেতাতে পারেন কিনা এখন সেটাই দেখার।