বাংলা নিউজ > ক্রিকেট > Bengal vs Assam Ranji Trophy: সূরজের ৫ উইকেট, অসমকে ইনিংসে হারিয়ে ৭ পয়েন্ট বাংলার
পরবর্তী খবর
Bengal vs Assam Ranji Trophy: সূরজের ৫ উইকেট, অসমকে ইনিংসে হারিয়ে ৭ পয়েন্ট বাংলার
4 মিনিটে পড়ুন Updated: 28 Jan 2024, 08:56 AM ISTAbhisake Koley
Bengal vs Assam Ranji Trophy 2024 Day 3 Live Score: মনোজ-অনুষ্টুপের জোড়া শতরান, সূরজের ৫ উইকেট, অসমকে তাদের ঘরের মাঠে বিধ্বস্ত করল বাংলা। চলতি রঞ্জি মরশুমে এটিই প্রথম জয় তিওয়ারিদের।
উচ্ছ্বসিত বাংলার ক্রিকেটাররা। ছবি- সিএবি।
গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচ থেকে পুরো পয়েন্ট ঘরে তোলার হাতছানি ছিল বাংলার সামনে। এমনকি দ্বিতীয় দিনের শেষ বেলাতে বোনাস পয়েন্টের গন্ধও পেতে শুরু করেন মনোজ তিওয়ারিরা। শেষমেশ সেই সুযোগ হাতছাড়া করেনি বাংলা। আড়াই দিনেরও কম সময়ে অসমকে এক ইনিংস ও ১৬২ রাবের বিশাল ব্যবধানে পরাজিত করেন মনোজরা এবং সেই সুবাদে ম্যাচ থেকে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলেন তাঁরা।
ম্যাচের আগাগোড়া ছড়ি ঘোরায় বাংলা। প্রথম দিন থেকেই কোণঠাসা হয়ে পড়ে হোম টিম অসম। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম ইনিংসে ৪০৫ রান তোলে। দুরন্ত শতরান করেন অনুষ্টুপ মজুমদার ও ক্যাপ্টেন মনোজ তিওয়ারি। হাফ-সেঞ্চুরি করেন করণ লাল ও সূরজ জসওয়াল।
পালটা ব্যাট করতে নেমে অসম তাদের প্রথম ইনিংসে মাত্র ১০৩ রানে ৯ উইকেট হারায়। রিয়ান পরাগ ব্যাট করতে নামেননি। ফলে অসম প্রথম ইনিংসে অল-আউট হয়েছে ধরে নেওয়া হয়। মহম্মদ কাইফ, সূরজ জসওয়াল ও অঙ্কির মিশ্রর ত্রিফলা আক্রমণে রীতিমতো দিশেহারা দেখায় অসমের ব্যাটারদের। প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানে এগিয়ে থেকে অসমকে ফলো-অন করতে পাঠায় বাংলা। দ্বিতীয় ইনিংসে অসম অল-আউট হয় ১৪০ রানে।
বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের স্কোরকার্ড:-
বাংলা বনাম অসম রঞ্জি ট্রফি ২০২৪ ম্যাচের আপডেট:-
— ব্যাট হাতে ৫২ রানের অনবদ্য ইনিংস খেলার পাশাপাশি প্রথম দফায় ৩টি ও দ্বিতীয় ইনিংসে ৫টি উইকেট নেওয়ার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সূরজ জসওয়াল।
— প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা অসম ১৪০ রানে ৯ উইকেট হারায়। দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে নামেননি রিয়ান পরাগ। ফলে অসমের দ্বিতীয় ইনিংস শেষ হয় সেখানেই। বাংলা এক ইনিংস ও ১৬২ রানে ম্যাচ জিতে বোনাস-সহ ৭ পয়েন্ট ঘরে তোলে। দ্বিতীয় ইনিংসে সূরজ জসওয়াল ৪৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন। ২৯ রানে ২টি উইকেট নেন অঙ্কিত মিশ্র। করণ লাল ২১ রানে ২টি উইকেট পকেটে পোরেন।
— ৪৫.৬ ওভারে করণ লালের বলে সুদীপ ঘরামির হাতে ধরা পড়েন মৃন্ময় দত্ত। ৮ বলে ৬ রান করেন তিনি। মারেন ১টি চার। অসম ১৪০ রানে ৯ উইকেট হারায়। ২টি বাউন্ডারির সাহায্যে ১৭ বলে ১০ রান করে নট-আউট থাকেন রাহুল সিং।
— ১৯.৫ ওভারে সূরজ জসওয়ালের বলে অভিষেক পোড়েলের দস্তানায় ধরা পড়েন ডেনিশ দাস। ২৯ বলে ২১ রান করেন তিনি। মারেন ৪টি চার। অসম দ্বিতীয় ইনিংসে ৬৯ রানে ৩ উইকেট হারায়।
— ১৬.৫ ওভারে করণ লালের বলে অভিষের পোড়েলের দস্তানায় ধরা পড়েন রাহুল হাজারিকা। ২টি বাউন্ডারির সাহায্যে ৫৩ বলে ২০ রান করেন তিনি। অসম ৪৯ রানে ২ উইকেট হারিয়ে বলে। সাজঘরে ফিরেছেন তাদের দুই ওপেনার।
— দ্বিতীয় ইনিংসের শুরুতেই ওপেনার ঋষভ দাসের উইকেট হারিয়ে বসে অসম। ৯.৫ ওভারে অঙ্কিত মিশ্রর বলে এলবিডব্লিউ হন ঋষভ। ৪টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ১৭ রান করেন তিনি। অসম ৩১ রানে ১ উইকেট হারায়।
— তৃতীয় দিনে অসম তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ১০৩ রানে। তারা ৩৪.৩ ওভার ব্যাট করে। যদিও ক্যাপ্টেন রিয়ান পরাগ ব্যাট করতে নামেননি। ৪০ রান করেন সাহিল জৈন। বাংলার মহম্মদ কাইফ ৪টি, সূরজ জসওয়াল ৩টি ও অঙ্কিত মিশ্র ২টি উইকেট নেন। প্রথম ইনিংসের নিরিখে ৩০২ রানের বিশাল ব্যবধানে এগিয়ে থেকে বাংলা ফলো-অন করতে বাধ্য করে অসমকে।