শুধু ভারতীয় ক্রিকেটারদের মধ্যেই নয়, বরং দ্রুত ওভার শেষ করায় সারা বিশ্বে রবীন্দ্র জাদেজার জুড়ি মেলা ভার। কটকে গত ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের সময় মাত্র ৭৩ সেকেন্ডে এক ওভার শেষ করে সকলকে চমকে দেন জাদেজা। ব্যাটারকে ভাবনা-চিন্তা করার মোটেও সময় দিতে রাজি নন রবীন্দ্র।
এহেন জাদেজেকে মঙ্গলবার দুবাইয়ে বিরক্ত শোনায় ক্যাপ্টেন ও কিপার অহেতুক সময় নষ্ট করায়। জাদেজা নিজের ওভারের ৩টি বল করার পরে ক্যাপ্টেন রোহিত শর্মা ফিল্ড পজিশন বদল করার পরামর্শ দেন বোলারকে। তবে তাতে আপত্তি ছিল কিপার লোকেশ রাহুলের।
ক্যাপ্টেন রোহিত চাইছিলেন স্লিপে একজন ফিল্ডার রাখতে। কেননা বল ঘুরলে ব্যাটের কানায় লেগে স্লিপে ক্যাচ যেতে পারে। রাহুল এক্ষেত্রে দাবি করেন যে, বল তেমন ঘুরছে না। একটিই মাত্র বল টার্ন করেছে। ক্যাপ্টেন ও কিপারের কথোপকথনের মাঝেই জাদেজাকে বলতে শোনা যায় যে, তাঁরা আলাপচারিতা চালিয়ে যান, তিনি ততক্ষণে না হয় ওভারের বাকি তিনটি বলে সেরে ফেলুন।
ঠিক কী কথাবার্তা হয় সেই মুহূর্তে
লোকেশ রাহুল বলেন, ‘নহি জা রহা ইতনা’ (বল তেমন ঘুরছে না)।
কভারে ফিল্ডিং করা রোহিত শর্মা বলেন, ‘ভাই, তিন বল হ্যায়, স্লিপ লে লে। ক্যায়া পতা নিকল যায়ে' (ভাই তিনটে বল বাকি রয়েছে। স্লিপ নিয়ে নে। কে বলতে পারে, বল ঘুরতেই পারে)।
জবাবে কিপার রাহুল বলেন, ‘এক বল ঘুমা হ্যায় অব তক বস' (এখনও পর্যন্ত একটি মাত্র বল ঘুরেছে)।
বিরক্ত হয়ে বোলার জাদেজা বলেন, ‘আপ দোনো বাতে কর লো। ম্যায় তব তক তিন বল ডাল দেতা হু' (তোমরা দু’জন কথাবার্তা চালিয়ে যাও। ততক্ষণে আমি তিনটে বল করে নিই)।
রবীন্দ্র জাদেজা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ৮ ওভার বল করেন। তিনি ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। জাদেজা এলডিব্লিউ-র ফাঁদে জড়ান মার্নাস ল্যাবুশানকে। পরে জোশ ইংলিসের উইকেটটিও তুলে নেন তিনি। জাদেজার বলে ইংলিসের ক্যাচ ধরেন বিরাট কোহলি।
পরে ব্যাট করতে নেমে মাত্র ১টি বল খেলার সুযোগ পান রবীন্দ্র জাদেজা। তিনি সেই বলে ২ রান সংগ্রহ করেন। অর্থাৎ, ১ বলে ২ রান করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা।