
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
নিরাপত্তার বেড়াজাল টপকে ক্রিকেটের মাঠে দর্শকদের ঢুকে পড়ার ঘটনা নতুন কিছু নয়। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেই একাধিকবার ঘটে এমন ঘটনা। বেশিরভাগ সময়েই ক্রিকেটারদের সংশ্লিষ্ট দর্শকদের থেকে দূরে সরে যেতে দেখা যায়। আবার কখনও কখনও মাঠে ঢুকে পড়া দর্শককে নিরাপত্তারক্ষীর হাত থেকে বাঁচাতেও দেখা গিয়েছে ক্রিকেটারদের।
মঙ্গলবার ঠিক এরকমই ঘটনা ঘটে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকট স্টেডিয়ামে। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে মাঠে ঢুকে পড়েন এক দর্শক। তাঁর সঙ্গে লোকেশ রাহুল যে রকম আচরণ করেন, তা প্রশংসার যোগ্য সন্দেহ নেই।
উল্লেখযোগ্য বিষয় হল, মাঠে ঢুকলেও সংশ্লিষ্ট দর্শক খেলার মাঝে বিঘ্ন ঘটাননি। বরং ভারতের জয়ে আত্মহারা দেখায় তাঁকে। দ্বিতীয় ইনিংসের ৪৮.১ ওভারে গ্লেন ম্যাক্সওয়েলের বলে ছক্কা হাঁকিয়ে লোকেশ রাহুল ভারতের ফাইনালের টিকিট নিশ্চিত করার পরেই মাঠে ঢুকে পড়েন সেই দর্শক। তিনি সোজা পিচের দিকে দৌড়ে যান। ম্যাচ শেষ হয়ে যাওয়ায় অজি ক্রিকেটাররা সৌজন্য করমর্দন করছিলেন লোকেশ রাহুলদের সঙ্গে।
সংশ্লিষ্ট দর্শক দু'হাত প্রসারিত করে লোকেশ রাহুলের দিকে ছুটে যান। লোকেশ বিন্দুমাত্র বিরক্ত না হয়ে আলিঙ্গন করেন সেই অনুরাগীকে। কাঁদতে থাকা সেই দর্শককে সান্ত্বনা দেন রাহুল। দর্শকের সঙ্গে লোকেশ রাহুলের এই গলাগলি দেখে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে। তিনি অপেক্ষা করছিলেন লোকেশের সঙ্গে হ্যান্ডশেকের জন্য। পরে নিরাপত্তরক্ষীরা দৌড়ে এসে মাঠ থেকে বার করে দেন সেই দর্শককে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে ভারতের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন লোকেশ রাহুল। বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে জুটিতে ভারতকে জয়ের দোরগোড়ায় টেনে নিয়ে যান তিনি। শেষে ম্যাক্সওয়েলকে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন রাহুল। সেমিফাইনালে লোকেশ ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন।
দুবাইয়ে ভারতের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। তারা ৪৯.৩ ওভারে ২৬৪ রানে অল-আউট হয়ে যায়। ৯৬ বলে ৭৩ রান করেন স্টিভ স্মিথ। ৪৮ রান খরচ করে ৩টি উইকেট নেন মহম্মদ শামি। পালটা ব্যাট করতে নেমে ভারত ৪৮.১ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১ বল বাকি খাকতে ৪ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে ওঠে টিম ইন্ডিয়া। বিরাট কোহলি ৯৮ বলে ৮৪ রান করেন। ম্যাচের সেরা হন তিনিই।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports