বাংলা নিউজ > হাতে গরম > বনেটে বসে নাচছে কনে, ছাদের উপর বর! হাইওয়েতে আইন ভেঙে বিয়ের ‘বাসর ঘর’
বনেটে বসে এদিক ওদিক হাত ছুড়ে নাচ করছে কনে। ওদিকে ছাদে তলোয়ার বাগিয়ে ‘খেলা’ দেখাচ্ছে হবু বর। মাঝরাস্তায় আইন ভেঙে এমন কাণ্ডকারখানার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হল নেটদুনিয়ায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, হাইওয়েতে ট্রাফিক আইন ভাঙার এই ভিডিয়ো গোয়ালিয়রের। নেটদুনিয়ায় ভিডিয়োটি ভাইরাল হতেই তুমুল শোরগোল ওঠে। কেউ কেউ বর বউয়ের এসব কাণ্ডকারখানার নিন্দা করেন।
আরও পড়ুন - পৃথিবীর গতি কমিয়ে দিচ্ছে চিনের এই প্রকল্প! কী ক্ষতি হতে চলেছে?