চিনা প্রকল্পের জেরে ধীর হয়ে যাচ্ছে পৃথিবীর গতি। সম্প্রতি নাসার একাধিক গবেষণায় উঠে এসেছে মানুষের কার্যকলাপের ফল। গাছপালা ব্যাপক আকারে কেটে ফেলে ইমারত গড়়ার জন্য দূূষিত হচ্ছে পরিবেশ। তবে এবার দেখা গেল মানুষের কিছু ইঞ্জিনিয়ারিংও প্রভাব ফেলছে পৃথিবীর উপর। বদলে দিচ্ছে পৃথিবীর গতি। নাসার তথ্য অনুযায়ী, চিনা বাঁধের জেরে কমে যাচ্ছে পৃথিবীর গতি।
আরও পড়ুন - আচমকাই তরুণীর গায়ে মদ ‘ছুঁড়লেন’ এই যুবক! নেটপাড়া বলল ‘অসভ্যতা করার জায়গা…’
পৃথিবীর গতি ধীরে হয়ে যাচ্ছে ০.০৬ মাইক্রোসেকেন্ড। প্রতি দিন পৃথিবী ঘুরতে যত সময় লাগে, তার থেকে ০.০৬ মাইক্রোসেকেন্ড বেশি সময় লাগছে। কেন এমন ঘটনা ঘটছে? বিজ্ঞানীরা জানিয়েছেন, চিনের থ্রি জর্জেস বাঁধটি প্রচুর পরিমাণে জল সঞ্চয় করে রাখে। থ্রি জর্জেস বাঁধ পৃথিবীর বৃহত্তম বাঁধ। এই বিপুল পরিমাণ জলের কারণে পৃথিবীর ভর কিছুটা স্থান বদল করে। যার ফলে পৃথিবীর গতি কিছুটা কমে যায়।