রাস্তাঘাটে মাঝে মাঝেই অনেককে ঠাট্টার শিকার হতে হয়। তবে প্র্যাঙ্ক জিনিসটা কিছুটা আলাদা। একজন সত্যি সত্যি কিছু করার অভিনয় করেন। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায়, আদতে পুরোটাই ভুয়ো ছিল। মজা করছিলেন ওই ব্যক্তি। বর্তমানে এক প্র্যাঙ্ক ভিডিয়ো প্রায়ই দেখা যায় সমাজমাধ্যমে। তবে কিছু প্র্যাঙ্ক রীতিমতো অস্বস্তিকর হয়ে ওঠে। যাদের সঙ্গে এগুলি করা হয়, তাদের নানা সমস্যার শিকার হতে হয়। বোকা বনে যাওয়া ছাড়াও। এবার তেমনই এক প্র্যাঙ্কের বিরুদ্ধে সরব হলেন এক তরুণী।
আরও পড়ুন - ডিনার টেবিলের উপর দিয়ে ক্যাটওয়াক, কায়দা দেখানোর মাসুল গুণতে হল তরুণীকে
বিয়ারের গ্লাস হাতে এক ব্যক্তি তাঁর কাছে জলের বোতল চাইতে যান। কিন্তু জলের বোতল দিতে না পারলে ওই ব্যক্তি তার দিকে বিয়ার ছোঁড়ার অভিনয় করেন। ভয় পেয়ে যান তরুণীটি। পরে দেখা যায় বিয়ারের গ্লাসটির আদতে মুখ বন্ধ। ফলে বিয়ার বেরোনোর কোনও সুযোগই ছিল না। কিন্তু ঘটনাটি মোটেই ভালোভাবে নেননি তরুণী। রীতিমতো নিন্দা করেন এই ঘটনার।
তার পিছন পিছন আসছিল আরও কয়েকজন তরুণী। তারাও লক্ষ করেন ঘটনাটি। তারাও নিন্দা করেন এই ধরনের প্র্যাঙ্কের। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর নেটিজেনরাও একহাত নেন ওই ব্যক্তিকে। এক নেটিজেন বলেন, ‘অসভ্যতা করার জায়গা পান না!’