কমেডি ছবি 'হেরা ফেরি ৩' আপাতত একটানা শিরোনামে। পরেশ রাওয়াল এই ছবির প্রোমো শ্যুট হওয়ার পরেই ছবিটি ছেড়ে চলে যান। যারপর পরেশকে আইনি নোটিশ পাঠায় অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। তবে এবার, ছবির পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন যে, পরেশ রাওয়াল ছবিতে ফিরেছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানান, পরেশ রাওয়াল নিজেই তাঁকে ফোন করে ক্ষমা চেয়েছেন। এক সাক্ষাৎকারে প্রিয়দর্শন বলেন, ‘অক্ষয় ও পরেশ দুজনেই ফোন করে জানিয়েছিলেন, সব ঠিক আছে। পরেশ যখন বলল, 'স্যার, আমি ছবিটি করছি', তখন আমি চমকে গিয়েছিলাম। ও বলল, 'আপনাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা আছে। সম্মান ছাড়া আর কিছুই নেই। আমি আপনার সঙ্গে ২৬ টি ছবি করেছি এবং ছবিটি ছেড়ে যাওয়ার জন্য আমি আফসোস করছি। কিছু ব্যক্তিগত বিষয় ছিল।' অক্ষয়, সুনীল ও তিনি দেখা করে বিষয়টি মিটিয়ে নিয়েছেন।’
প্রিয়দর্শন আরও বলেন, 'হেরা ফেরি'-র আসল আকর্ষণই হল এই ত্রয়ী- অক্ষয় কুমার (রাজু), সুনীল শেঠি (শ্যাম) এবং পরেশ রাওয়াল (বাবুরাও)। তিনি এটাও মেনে নেন যে ‘ফির হেরা ফেরি’ (২০০৬) ততটা ভাল ছিল না, তবে প্রথম সিনেমার জনপ্রিয়তা এখনও অটুট।
পরিচালক প্রিয়দর্শন আরও প্রকাশ করেছেন যে, সম্প্রতি একটি ফ্লাইটে একজন হিরা ব্যবসায়ী এবং তাঁর পরিবার তাঁকে বিশেষভাবে বলেছিলেন যে, বাবুরাও না থাকলে তাঁরা ছবিটি দেখবেন না। পরেশ রাওয়াল ব্যাখ্যা করেন চরিত্রটি দর্শকদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা এই কথা থেকেই স্পষ্ট।