স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক 'কথা'। দর্শকরা ‘কথা-অগ্নি’র জুটিকে দেখতে খুবই পছন্দ করেন। এমনকী বাস্তবেও সুস্মিতা দে ও সাহেব ভট্টাচার্যকে নিয়ে প্রেমের গুঞ্জন শোনা যায়। আর এবার এই সব চর্চার মাঝেই নিজেদের রসায়ন নিয়ে লিখলেন সাহেব।
বৃহস্পতিবার সাহেব তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে রং মিলান্তিতে ধরা দেন সুস্মিতা ও সাহেব। সাহেবের পরনে ছিল সাদা ঢাকাই পাঞ্জাবি ও হলুদ ধুতিতে নজর কাড়েন। অন্যদিকে, সুস্মিতা ধরা দেন হলুদ ঢাকাই শাড়ি ও সাদা ব্লাউজে। দু'জনকে রণবীর সিংয়ের 'অ্যানিম্যাল' ছবির বিখ্যাত 'পেহেলি ভি ম্যা' গানে রোম্যান্টিক মুডে ধরা দিতে দেখা যায়। মূলত মেগার শ্যুটিংয়ের একটি দৃশ্য নায়ক অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন। তবে এই ভিডিয়ো পোস্ট করে সাহেব ক্যাপশনে লেখেন, ‘যখন রসায়ন রসায়নের প্রতি আগ্রহী।’
আরও পড়ুন: কালীঘাটে পুজো দিলেন শেহনাজ গিল! নিজের হাতে করলেন আরতি
তাঁর এই পোস্টটি ভালোবাসায় ভরে দিয়েছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘তোমাদের রসায়ন নিয়ে কোনও কথা হবে না বস।’ আর একজন লেখেন, ‘অনস্ক্রিন হোক বা অফস্ক্রিন তোমাদের রসায়ন ম্যাজিক্যাল। তোমাদের দেখলে চোখের শান্তি মনের আরাম।’ আর একজন লেখেন, ‘বাহ বাহ কী সুন্দর আমাদের 'কথাগ্নি’।
প্রসঙ্গত, ২০২৪ সালে সুস্মিতা দে-র প্রেম ভাঙার খবর প্রকাশ্যে এসেছিল। শুধু প্রেম বললে ভুল হবে, অনির্বাণ রায়ের সঙ্গে রীতিমতো বাগদান হয়ে গিয়েছিল সুস্মিতার। এখানেই শেষ নয়, দু'জনে একসঙ্গে থাকবেন বলে, একটি ফ্ল্যাটও কিনেছিলেন।
আরও পড়ুন: মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন গৌরব-চিন্তামণি! কার মতো দেখতে হল একরত্তিকে?
বন্ধু অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল বহুদিনের। বিজ্ঞাপন সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত অনির্বাণ। সেই সূত্রেই আলাপ সুস্মিতার সঙ্গে। তাঁর ফটোশ্যুটেও বহুবার মডেল হয়ে ধরা দিয়েছিলেন সুস্মিতা। প্রায়দিনই অনির্বাণের সঙ্গে ভালোবাসা মাখা পোস্ট শেয়ার করতে দেখা যেত সুস্মিতাকে। তাঁদের সম্পর্কের বয়স ছিল প্রায় ৫ বছর।
তবে 'কথা'য় কাজ শুরুর পর পর সুস্মিতা ও সাহেবকে নিয়ে নানা গুঞ্জন রটতে থাকতে। আর এই সবের মাঝেই সুস্মিতার প্রেম ভাঙার খবর প্রকাশ্যে আসে। তবে সাহেব বা সুস্মিতা কেউই এই গুঞ্জন নিয়ে কখনও সরাসরি মুখ খোলেননি। বরাবরই তাঁরা নানা ভাবে এড়িয়ে গিয়েছেন। শুধু তাই নয় তাঁরা সব সময়ই একে অপরকে ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন।