পথ কুকুর নিয়ে সুপ্রিম নির্দেশ দেশজুড়ে তুমুল চর্চা শুরু হয়েছে। সেই আবহে পশ্চিমবঙ্গ অন্য পথে হেঁটে পথ কুকুরের কামড় নিয়ন্ত্রণে ব্যাপক সাফল্য পেয়েছে। রাজ্যের তথ্য বলছে, ২০২৫ সালের প্রথম সাত মাসে কুকুরের কামড়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষজ্ঞদের মতে, এর নেপথ্যে রয়েছে রাজ্য সরকারের ধারাবাহিক নির্বীজকরণ ও দত্তকগ্রহণ কর্মসূচি।
আরও পড়ুন: পশুপ্রেমীদের জয়! বন্ধ্যাত্বকরণের পর মুক্ত পথ কুকুররা, SC-র বিশেষ নির্দেশ
গত কয়েক বছর ধরে কলকাতা, হাওড়া ও বিধাননগর পুরসভা এলাকাকে কেন্দ্র করে এই কর্মসূচি কার্যকর হয়েছে। প্রাণীসম্পদ বিকাশ দফতর থেকে এক কোটি টাকার আর্থিক সহায়তায় পুরসভাগুলি নিয়মিত নির্বীজকরণ করছে, আর তার ফলেই রাস্তার কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণে আসছে। পাশাপাশি দত্তকগ্রহণ কর্মসূচির ফলে বহু সারমেয় নতুন আশ্রয় পাচ্ছে, যা মানুষ ও প্রাণীর সহাবস্থানকে সহজ করেছে। সরকারি পরিসংখ্যানই এর প্রমাণ। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজ্যে কুকুরের কামড়ে জখমের সংখ্যা ১০ হাজার ২৬৪। গত বছর একই সময়ে সেই সংখ্যা ছিল ৭৬ হাজার ৪৮৬। অর্থাৎ মাত্র এক বছরে প্রায় সাতগুণ হ্রাস পেয়েছে এই ঘটনা।
প্রাণীসম্পদ উন্নয়ন দফতরের এক কর্তা জানিয়েছেন, নিয়মিত নির্বীজকরণ ও দত্তকগ্রহণ কর্মসূচির ফলেই পরিস্থিতি বদলেছে। সরকার চায় মানুষ ও কুকুর দু’পক্ষই নিরাপদ থাকুক। এখনকার সাফল্য সেই লক্ষ্যপূরণের দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে।