কসবায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা।আর সেখানে গিয়ে লাঠিপেটা খেতে হয় শিক্ষকদের। শুধু লাঠিপেটা নয়, লাথিও খেতে হয়েছে চাকরিহারা শিক্ষকদের। একদিকে চাকরি যাওয়ার যন্ত্রণা। আর অন্যদিকে সেকথা জানাতে গিয়ে পুলিশের লাঠির মুখে পড়লেন চাকরিহারা শিক্ষকরা।
এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ বলেন, অবৈধ চাকরিপ্রার্থীর কাছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পার্টির লোকজন টাকা খেয়েছে। আর যে ১৮ হাজার বৈধ চাকরিহারা তারা পুলিশের লাঠি খাচ্ছে। এটা হল মমতা বন্দ্যোপাধ্য়ায়। যারা চাকরি হারিয়েছে। কাল কী খাবে ঠিক নেই। এই সরকার ন্য়ায় দেবে এটা কেউ আশা করে না। বলেন দিলীপ ঘোষ।
কসবায় ডিআই অফিসে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা। আর সেখানেই পুলিশের লাঠির মুখে পড়তে হয় তাঁদের। একাধিক ভিডিয়ো সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে লোহার দরজা টপকাতে যাচ্ছে আন্দোলনকারীরা। আর সেই আন্দোলনকারীরা ভেতরে প্রবেশ করতেই শুরু হল তাদের লাঠিপেটা।
একের পর এক লাঠি নেমে আসছে চাকরিহারা শিক্ষকদের উপর। এমনকী লাথি মারতেও দেখা যায়। তার সঙ্গে ঘাড়ধাক্কা। কয়েকজন শিক্ষক পুলিশের মারমুখী লাঠি ধরে ফেলেন। তারপর শুরু হয় ফের মার।