সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৬ হাজার জন। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়েছে, পুরো প্রক্রিয়ায় কারচুপি হয়েছে। বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। বুধবার সুপ্রিম রায়ের বিরুদ্ধে জেলায় জেলায় বিক্ষোভ করছেন চাকরিহারারা। তারমধ্যেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে যোগ্য অযোগ্যদের তালিকা তৈরি করার সময় বেঁধে দিলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: বিক্ষোভে শঙ্কর, অগ্নিমিত্রা! ‘ঢুকতে দিন, আমি MLA!’ লালবাজারের দরজায় অশোক দিন্দা
আগের দিনই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে নিজের প্রস্তাব চিঠির আকারে জমা দেওয়ার কথা জানিয়েছিলেন। সেই সূত্রেই এদিন সকালে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে দেখা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রায় আধ ঘণ্টা ধরে তিনি চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে অভিজিৎ বলেন, ‘আমি সিদ্ধার্থ মজুমদারকে বলেছি আপনাদের কাছে যে মিরর ইমেজ আছে সেই মিরর ইমেজ প্রকাশ করুন। যোগ্য এবং অযোগ্যদের একটি তালিকা তৈরি করুন। তা সুপ্রিম কোর্টের কাছে আপনারা জমা দিন। তিনি সদিচ্ছা প্রকাশ করেছেন।’ এরপরেই হুঁশিয়ারি দিয়ে অভিজিৎ বলেন, ‘দুদিনের সময়সীমা বেধে দিলাম তার মধ্যে যদি চেয়ারম্যান তালিকা প্রকাশিত না করেন সেক্ষেত্রে কীভাবে তালিকা প্রকাশ করতে হয় তা আমরা বুঝে নেব। যোগ্যদের পাশে রয়েছি আমরা। যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির জন্য চাকরি হারালেন। তাদের জন্য আমরা শেষ পর্যন্ত লড়ব। আমার মনে হয় যোগ্য প্রার্থীদের জয় হবে।’