দুর্গাপুজোর আবহে নদিয়ার আড়ংঘাটা থেকে উঠে এল এক চাঞ্চল্যকর ঘটনা। সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ মন্তব্য করায় গ্রেফতার হলেন স্থানীয় এক যুবক। ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
আরও পড়ুন: পহেলগাঁও হামলায় সিম ব্যবহারের ভয় দেখিয়ে 'ডিজিটাল অ্যারেস্ট'! ১৫ লাখ প্রতারণা
পুলিশ সূত্রে খবর, ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ওই যুবক কয়েক দিন আগে ফেসবুক লাইভে এসে সেনাবাহিনীকে নিয়ে একের পর এক অশালীন ও অসম্মানজনক মন্তব্য করেন। শুধু তাই নয়, সরাসরি গালিগালাজও করেন তিনি। ভিডিয়ো দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ক্ষোভ উথলে ওঠে। অনেকেই তীব্র সমালোচনা করেন ওই যুবকের বক্তব্যের। ভিডিয়োর বিষয়টি সামনে আসতেই প্রতিবেশীরাও ক্ষোভ প্রকাশ করেন।
তাঁদের বক্তব্য, দেশের সীমান্তে দিনরাত পাহারা দেন সেনারা, সেই কারণেই সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন। সেখানে সেনাবাহিনীকে নিয়ে এমন নোংরা মন্তব্য মেনে নেওয়া যায় না। প্রতিবেশীদের তরফ থেকেও অভিযুক্তের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ। সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাকে রানাঘাট আদালতে তোলা হয়। তবে আদালতে উপস্থিত হওয়ার আগে নিজের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেছেন অভিযুক্ত যুবক। জানিয়েছেন, আবেগের বশে ওই মন্তব্য করেছিলেন। স্থানীয় মহলে প্রশ্ন উঠেছে, একজন ভারতীয় নাগরিক কীভাবে সেনাবাহিনীকে অপমান করতে পারেন? দেশের সুরক্ষা ও সম্মানের প্রতীককে নিয়ে কটাক্ষ করার ঘটনা শুধু সামাজিক সৌজন্যকেই আঘাত করেনি, বরং তা আইনত দণ্ডনীয় অপরাধ বলেই জানিয়েছে পুলিশ।