বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Ganga Vilas in West Bengal- বারাণসী থেকে যাত্রা শুরু করা বিশ্বের দীর্ঘতম ক্রুজ প্রবেশ করল পশ্চিমবঙ্গে
পরবর্তী খবর
Ganga Vilas in West Bengal- বারাণসী থেকে যাত্রা শুরু করা বিশ্বের দীর্ঘতম ক্রুজ প্রবেশ করল পশ্চিমবঙ্গে
1 মিনিটে পড়ুন Updated: 24 Jan 2023, 10:43 AM ISTMd Aslam Hossain
বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত এই ক্রুজ কলকাতাতেও পৌঁছবে। ২৭টি নদী পেরিয়ে মোট ৫২টি পর্যটনস্থলে ঘুরবে গঙ্গাবিলাস জাহাজ। বাংলাদেশেরও বেশ কয়েকটি অঞ্চল এই ক্রুজের আওতায় পড়বে। ৫১ দিনের মধ্যে ৩,২০০ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার কথা রয়েছে।
এমভি গঙ্গা বিলাস। ফাইল ছবি
গত ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম ক্রুজ এম ভি গঙ্গা বিলাসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের বারাণসী থেকে যাত্রা শুরু করা এই ক্রুজটি বর্তমানে এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। রবিবার সন্ধ্যায় বাংলায় প্রবেশ করে এবং পৌঁছানোর আগে রাতে ফারাক্কা লক গেটের কাছে নোঙর করে। সোমবার মুর্শিদাবাদের নিউ প্যালেসের কাছে ভাগীরথীর পূর্ব তীরে নোঙর করে এই ক্রুজ। আজ মঙ্গলবার নদিয়ার মাটিয়ারিতে দাঁড়াবে এই ক্রুজটি।
সমস্ত বিলাসবহুল সুযোগ-সুবিধা সহ ৩৬ জন পর্যটকের ধারণক্ষমতা সম্পন্ন এই প্রমোদতরীর প্রথম সমুদ্রযাত্রায় রয়েছেন সুইজারল্যান্ডের ৩২ জন পর্যটক। তাঁরা পুরো পথ ভ্রমণ করবেন। সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে এমভি গঙ্গা বিলাস সাহেবগঞ্জ থেকে মুর্শিদাবাদে প্রবেশ করে। এখানে বহু দর্শনীয় স্থান রয়েছে। সেখানে ক্রুজের পর্যটকরা হাজারদুয়ারি, ওয়াসিফ মঞ্জিল, কাঠগোলা বাগান, রাণী ভবানী মন্দির, চর বাংলা মন্দির এবং বরানগরের অন্যান্য মন্দির পরিদর্শন করেন। এরজন্য মুর্শিদাবাদ জেলা প্রশাসনের তরফে নিরাপত্তার ব্যবস্থা করা হয়। ক্রুজটি দেখতে এদিন ভিড় করেন বহু স্থানীয় মানুষ। জেলা প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, মঙ্গলবার সকালে ক্রুজটি লালবাগ থেকে যাত্রা শুরু করবে এবং মাটিয়ারিতে গিয়ে নোঙর করবে। এখান থেকে পর্যটকরা পলাশীও ভ্রমণ করতে পারেন।