কেরলের প্রাক্তন এবিভিপি সভাপতি প্রিন্টু মহাদেবের এক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তাঁর বিরুদ্ধ একটি টিভি বিতর্কে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে প্রকাশ্যে গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছে কংগ্রেস। এবার সেই ঘটনায় দলীয় সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন। চিঠিতে ওই নেতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: বিপদ বাড়ল! শিখদের নিয়ে বিতর্কিত মন্তব্য, এলাহাবাদ হাইকোর্টে রাহুলের আর্জি খারিজ
বেনুগোপালের অভিযোগ, একটি জাতীয় টেলিভিশনে কেরলে এক বিতর্কে প্রিন্টু মহাদেব বলেছেন, যদি রাহুল গান্ধী বাংলাদেশের জি প্রজন্মের মতো আন্দোলনের স্বপ্ন দেখেন, তবে তাঁকে ‘বুকে গুলি’ করা হবে। এই বক্তব্যকে কংগ্রেস ‘ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যার হুমকি’ বলে আখ্যা দিয়েছে। কংগ্রেস নেতা তাঁর চিঠিতে আরও উল্লেখ করেছেন, প্রথমে রাহুল গান্ধীকে কটূক্তি করে চুপ করানোর চেষ্টা হয়েছে, আর এখন খুনের হুমকি দেওয়া হচ্ছে। চিঠিতে বেনুগোপাল মনে করিয়ে দিয়েছেন, রাহুল গান্ধীর দিদিমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধী দু’জনকেই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় হত্যা করা হয়েছিল। সেই কারণে এই ধরনের মন্তব্য আরও ভয়াবহ ও উদ্বেগজনক। প্রবীণ কংগ্রেস নেত্রী কুমারী সেলজাও সামাজিক মাধ্যমে লেখেন, এটি নিছক একটি অসাবধানতাবশত উচ্চারণ নয়, বরং বিরোধী দলনেতার বিরুদ্ধে এক নির্মম ও সুপরিকল্পিত হুমকি।