বীরভূমের তিলপাড়া ব্যারাজ সেতু দিয়ে এ বার থেকে দিনভর বাস চলাচলে আর কোনও বাধা রইল না। ছাড়পত্র মিলল। মঙ্গলবার জেলা প্রশাসনের তরফে এ সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। এত দিন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে বাস চলাচল চালু থাকলেও, এবার থেকে সকাল থেকে রাত অবধি যাত্রীবাহী বাস ওই সেতু দিয়ে যাতায়াত করতে পারবে।
আরও পড়ুন: তিলপাড়া ব্যারাজ নিয়ে উদ্বেগ, বাড়ছে ফাটল, জল ছাড়ার পরিমাণ বাড়াল সেচ দফতর
প্রশাসনের নির্দেশ অনুসারে, শুধু বাসই নয়, এখন থেকে খালি ট্রাক, লরি ও ডাম্পারও ব্যারাজ সেতুর উপর দিয়ে চলাচল করতে পারবে। তবে গতি সীমা ঘণ্টায় ১০ কিলোমিটার বেঁধে দেওয়া হয়েছে। অর্থাৎ যাত্রীসহ বাস কিংবা খালি পণ্যবাহী যান, সেতুর উপর দিয়ে চলাচলের সময় নির্দিষ্ট গতির বেশি চালাতে পারবেন না চালকেরা।
অন্যদিকে, একই দিনে রাজ্য সেচ দফতর তিলপাড়া ব্যারাজ সংলগ্ন ময়ূরাক্ষী নদীর ডাউন স্ট্রিমে কজওয়ে তৈরির চূড়ান্ত ছাড়পত্র দিয়েছে। ইতিমধ্যেই জায়গা নির্ধারণের কাজ শুরু হয়ে গিয়েছে। রাজ্যের সেচমন্ত্রী মানসরঞ্জন ভুঁইয়া জানান, সমস্ত দিক খতিয়ে দেখেই অনুমতি দেওয়া হয়েছে এবং দ্রুত কাজ শুরু করার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ৯ আগস্ট ব্যারাজে ফাটল ধরা পড়ায় জরুরি ভিত্তিতে মেরামতির কাজ শুরু হয়েছিল। নানা প্রতিকূলতার মধ্যেও সেপ্টেম্বরের শুরুতে সংস্কার সম্পূর্ণ হয়। এরপর পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে দিনে ১১ ঘণ্টা বাস চলাচলের অনুমতি দিয়েছিল প্রশাসন। নতুন নির্দেশে তা আরও বিস্তৃত করা হয়েছে। এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন জেলার বাস, ট্রাক ও ডাম্পার মালিকেরা। জেলা বাস মালিক সমিতির সহ সম্পাদক তন্ময় পৈতুণ্ডী বলেন, প্রায় দেড় মাস ধরে আর্থিক ক্ষতি হচ্ছিল। প্রশাসনের এই পদক্ষেপ সকলের কাছে বড় স্বস্তি এনে দিল। জেলা ট্রাক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনাস আহমেদ জানান, দীর্ঘদিন ধরে বিকল্প পথের দাবি উঠছিল অবশেষে ছাড়পত্র মিলল। কজওয়ে তৈরি হলে সব ধরনের গাড়ি চলাচলের নতুন রাস্তা খুলে যাবে। প্রশাসনের এই উদ্যোগে খুশির হাওয়া বীরভূমের পরিবহণ মহলে। সারাদিন বাস চলাচল চালু হওয়ায় সাধারণ যাত্রীরাও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।