পুজোর মরশুমে ভোজন রসিক বাঙালির পাতে ফের ফিরতে চলেছে পদ্মার রুপোলি শস্য। বিশ্বকর্মা পুজোর আগের রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ সীমান্ত দিয়ে ঢুকল প্রথম দফার ইলিশ। মঙ্গলবার গভীর রাতে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত অতিক্রম করে মোট সাতটি ট্রাক ভর্তি ইলিশ এদেশে আসে। বাংলাদেশ সরকারের অনুমতি অনুযায়ী ইউনুস সরকারের উদ্যোগে প্রথম দফায় পাঠানো হয়েছে প্রায় ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশ।
আরও পড়ুন: ভোটের আগেই দৌড় করাল গ্রামবাসীরা!বিহারে মন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা,আহত দেহরক্ষী
ব্যবসায়ীদের দাবি, দীর্ঘ অনিশ্চয়তার পর ইলিশ হাতে পেয়ে খুশির হাওয়া বাজারে। রাতেই সীমান্ত এলাকায় অপেক্ষা করছিলেন রাজ্যের একাধিক পাইকারি ব্যবসায়ী। তাঁদের হাতে এক কেজিরও বেশি ওজনের ইলিশ পৌঁছতেই শুরু হয় উৎসবের আমেজ। ইলিশ হাতে নিয়ে ছবি তোলার মুহূর্তও ধরা পড়ে সীমান্ত এলাকায়। প্রতি বছর দুর্গাপুজোর আগে বাংলাদেশ থেকে ইলিশ রফতানির অনুমতি মেলে। তবে এ বছর বিশেষ পরিস্থিতির কারণে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন সরকার ক্ষমতায় আসায় আশঙ্কা তৈরি হয়েছিল, আদৌ কি এবারের উৎসবে পদ্মার ইলিশ এদেশে পৌঁছবে? শেষ পর্যন্ত ঢাকার বাণিজ্য মন্ত্রক জানায়, ভারতে ১,২০০ টন ইলিশ রফতানির অনুমোদন দেওয়া হয়েছে।
গত বছর যেখানে প্রাথমিকভাবে ৩,০০০ টনের ছাড়পত্র মেলেছিল, কিন্তু বাস্তবে এসেছিল ২,৪২০ টন। ফলে এ বছর তুলনায় অর্ধেক পরিমাণ ইলিশ পাওয়া যাবে। এবারের চালানে প্রতিটি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ১,৫২৫ টাকা। তবে এদেশে বাজারে কত দামে উঠবে, তা নির্ধারণ করবে রাজ্যের পাইকারি ব্যবসায়ীরা। আপাতত উৎসবের সময়ে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন বাজারে সেই ইলিশ ছড়িয়ে পড়বে। এখন অপেক্ষা, বাকি চালান কবে সীমান্ত পেরিয়ে ঢুকবে। পুজোর আগে আরও একাধিক দফায় ইলিশ আসবে বলে আশা করছেন এপারের ব্যবসায়ীরা। ফলে দুর্গাপুজোর খাওয়াদাওয়ায় বাঙালির প্লেটে পদ্মার ইলিশের স্বাদ এ বছরও মিলবে, এমনটাই প্রত্যাশা।