পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকা। পিএসএলের শীর্ষ খেলোয়াড়রা আয় করেন প্রায় ১.৪০ কোটি টাকা। পিএসএলে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটার যা আয় করেন তার দ্বিগুণ আয় করেবেন স্মৃতি মন্ধানা।
স্মৃতি মন্ধানা ও বাবর আজম (ছবি-বিসিসিআই ও পিএসএল)
২০২৩ মহিলা প্রিমিয়ার লিগ (WPL)- নিলামে ইতিহাস তৈরি করেছেন স্মৃতি মন্ধানা। ৩.৪০ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (RCB) এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে নিয়েছে। সোমবার উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামের (WPL Auction 2023) শুরুতেই স্মৃতির নাম ওঠে। তাঁর জন্য পুরো টাকা উজাড় করে দেয় ফ্র্যাঞ্চাইজিগুলি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর তিন কোটি ৪০ লাখ টাকায় মন্ধানাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে মন্ধানার বেসপ্রাইজ ছিল ৫০ লাখ টাকা, তিনি শেষ পর্যন্ত পেলেন ৩ কোটি চল্লিশ লক্ষ টাকা। উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে সবথেকে বেশি দর উঠেছে স্মৃতির জন্যই।
মন্ধানা শুধু WPL 2023-এ সবচেয়ে ব্যয়বহুল বাছাই নয়, তিনি পাকিস্তান সুপার লিগে অন্য যে কোনও পাকিস্তানি ক্রিকেটারের চেয়ে বেশি অর্থ উপার্জন করছেন। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদি এবং অন্যান্যদের মতো শীর্ষ পাকিস্তানি ক্রিকেটাররা পিএসএলে কম বেতন পান। পিএসএলে একটি ড্রাফ্ট সিস্টেম রয়েছে এবং প্ল্যাটিনাম ক্যাটাগরিতে যারা রয়েছে তাদের বেতন ভারতীয় মুদ্রায় প্রায় ১.৪০ কোটি টাকা। পিএসএলের শীর্ষ খেলোয়াড়রা আয় করেন প্রায় ১.৪০ কোটি টাকা। পিএসএলে পাকিস্তানের শীর্ষ ক্রিকেটার যা আয় করেন তার দ্বিগুণ আয় করেবেন স্মৃতি মন্ধানা।
মন্ধনা ভারতীয় ক্রিকেটের শীর্ষ ক্রিকেটারদের একজন এবং নিলামে তার বড় লাভ দেখে অবাক হওয়ার কিছু নেই। মন্ধানার সঙ্গে রেণুকা সিং, রিচা ঘোষ, সোফি ডেভিন এবং এলিস পেরি আরসিবিতে যোগ দিয়েছিলেন। RCB রেণুকার জন্য ১.৫ কোটি টাকা খরচ করেছে যখন তারা পেরিকে ১.৭ কোটি টাকায় চুক্তিবদ্ধ করেছে। মহিলা প্রিমিয়ার লিগ ২০২৩-এ আরসিবি-র নেতৃত্ব দিতে প্রস্তুত স্মৃতি মন্ধানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।