মহিলা ক্রিকেটের মানচিত্রে নিশ্চিতভাবেই আদালা জায়গা করে নিতে চলেছে উইমেন্স প্রিমিয়ির লিগ। ১৩ ফেব্রুয়ারি, উদ্বোধনী ডব্লিউপিএল মরশুমের ক্রিকেটার নিলামের দিনটি উইমেন্স ক্রিকেট ক্যালেন্ডারে আলাদা করে চিহ্নিত হয়ে থাকবে। সবার নজর ছিল মুম্বইয়ের নিলামের আসরে। বেশ কিছু ক্রিকেটারের ভাগ্যে খুলে যায় নিলামে। জ্যাকপট লাগে মন্ধনার ভাগ্যে।
13 Feb 2023, 08:42 PM IST
সাহানা পাওয়ার
বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় সাহানাকে।
13 Feb 2023, 08:41 PM IST
নীলম বিস্ট
বেস প্রাইস ১০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইসে দলে নেয় নীলমকে।
13 Feb 2023, 08:41 PM IST
জিন্তিমনি কলিতা
বেস প্রাইস ১০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইসে দলে নেয় কলিতাকে।
13 Feb 2023, 08:41 PM IST
সোনম যাদবকে দলে নেয় মুম্বই
বেস প্রাইস ১০ লক্ষ। মুম্বই বেস প্রাইসে দলে নেয় সোনমকে।
13 Feb 2023, 08:40 PM IST
শবমন শাকিলকে দলে নেয় গুজরাট
বেস প্রাইস ১০ লক্ষ। গুজরাট বেস প্রাইসে দলে নেয় শবমনকে।
13 Feb 2023, 08:40 PM IST
মেগান শুটকে দলে নেয় আরসিবি
বেস প্রাইস ৪০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় মেগানকে।
13 Feb 2023, 08:24 PM IST
প্রিয়াঙ্কা বালাকে দলে নেয় মুম্বই
বেস প্রাইস ২০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইসে দলে নেয় প্রিয়াঙ্কা বালাকে।
13 Feb 2023, 08:23 PM IST
পারুনিকা সিসোদিয়াকে দলে নেয় গুজরাট
বেস প্রাইস ১০ লক্ষ। গুজরাট বেস প্রাইসে দলে নেয় পারুনিকাকে।
13 Feb 2023, 08:23 PM IST
কোমল ঝাঁঝড়কে দলে নেয় আরসিবি
বেস প্রাইস ১০ লক্ষ। ২৫ লক্ষ টাকায় আরসিবি দলে নেয় কোমলকে।
13 Feb 2023, 08:23 PM IST
পারুশি প্রভাকর অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। অবিক্রিত থাকেন পারুশি প্রভাকর।
13 Feb 2023, 08:22 PM IST
নীশু চৌধরী অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। ফের অবিক্রিত থাকেন নীশু।
13 Feb 2023, 08:22 PM IST
নীতু সিং অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। অবিক্রিত থাকেন নীতু সিং।
13 Feb 2023, 08:21 PM IST
নীলম বিস্ট অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। অবিক্রিত থাকেন নীলম।
13 Feb 2023, 08:21 PM IST
পুণম খেমনারকে দলে নেয় আরসিবি
বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় পুণমকে।
13 Feb 2023, 08:21 PM IST
হুমাইরা কাজীকে দলে নেয় মুম্বই
বেস প্রাইস ১০ লক্ষ। বেস প্রাইসে মুম্বই দলে নেয় হুমাইরাকে।
13 Feb 2023, 08:20 PM IST
অশ্বনী কুমারিকে দলে নেয় গুজরাট
বেস প্রাইস ১০ লক্ষ। আরসিবি ও গুজরাট দর হাঁকে। ৩৫ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় অশ্বনীকে।
13 Feb 2023, 08:19 PM IST
টেস ফ্লিন্টফ অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। অবিক্রিত থাকেন ফ্লিন্টফ।
13 Feb 2023, 08:18 PM IST
শিপ্রা গিরি অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। ফের অবিক্রিত থাকেন শিপ্রা।
13 Feb 2023, 08:18 PM IST
অপর্ণা মণ্ডলকে দলে নেয় দিল্লি
বেস প্রাইস ১০ লক্ষ। দিল্লি বেস প্রাইসে দলে নেয় অপর্ণাকে।
13 Feb 2023, 08:17 PM IST
সিমরন শেখকে দলে নেয় ইউপি
বেস প্রাইস ১০ লক্ষ। ইউপি বেস প্রাইসে দলে নেয় সিমরনকে।
13 Feb 2023, 08:17 PM IST
ঈশ্বরী সাবকর অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। ফের অবিক্রিত থাকেন ঈশ্বরী।
13 Feb 2023, 08:16 PM IST
প্রীতি বোসকে দলে নেয় আরসিবি
বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় প্রীতিকে।
13 Feb 2023, 08:16 PM IST
ড্যান ভ্যান নিকার্ক
বেস প্রাইস ৩০ লক্ষ। আরসিবি বেস প্রাইসে দলে নেয় নিকার্ককে।
13 Feb 2023, 08:16 PM IST
ক্লোয়ি টাইরন
বেস প্রাইস ৩০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স বেস প্রাইসে দলে নেয় ক্লোয়ি টাইরনকে।
13 Feb 2023, 08:15 PM IST
অরুন্ধতী রেড্ডিকে দলে নেয় দিল্লি
বেস প্রাইস ৩০ লক্ষ। দিল্লি বেস প্রাইসে দলে নেয় অরুন্ধতী রেড্ডিকে।
13 Feb 2023, 08:14 PM IST
স্বাগতিকা রথ অবিক্রিত
বেস প্রাইস ৩০ লক্ষ। ফের অবিক্রিত থাকেন স্বাগতিকা রথ।
13 Feb 2023, 08:13 PM IST
স্নেহা দীপ্তিকে দলে নেয় দিল্লি
বেস প্রাইস ৩০ লক্ষ। দিল্লি ক্যাপিটালস বেস প্রাইসে দলে নেয় স্নেহাকে।
13 Feb 2023, 08:13 PM IST
শবমন শাকিল অবিক্রিত
বেস প্রাইস ১০ লক্ষ। ফের অবিক্রিত থাকেন শবমন।
13 Feb 2023, 08:12 PM IST
হার্লি গালাকে দলে নেয় গুজরাট
বেস প্রাইস ১০ লক্ষ। বেস প্রাইসে হার্লিকে দলে নেয় গুজরাট।
বেস প্রাইস ৫০ লক্ষ। ইউপি দর হাঁকে শুরুতে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। শেষমেশ ২ কোটি ২০ লক্ষ টাকায় জেমিমাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
13 Feb 2023, 03:39 PM IST
সোফিয়া ডাঙ্কলিকে দলে নেয় গুজরাট
বেস প্রাইস ৩০ লক্ষ। শুরুতে দর হাঁকে গুজরাট। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। ৬০ লক্ষ টাকায় গুজরাট দলে নেয় সোফিয়া ডাঙ্কলিকে।
13 Feb 2023, 03:36 PM IST
অ্যামেলিয়া কেরকে দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স
বেস প্রাইস ৪০ লক্ষ। দর হাঁকে মুম্বই ও দিল্লি। ১ কোটি টাকায় অ্যামেলিয়া কেরকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
13 Feb 2023, 03:35 PM IST
শাবনিম ইসমাইলকে দলে নেয় ইউপি
বেস প্রাইস ৪০ লক্ষ। দর হাঁকে ইউপি ও দিল্লি। শেষমেশ ১ কোটি টাকায় ইউপি ওয়ারিয়র্জ দলে নেয় শাবনিম ইসমাইলকে।
13 Feb 2023, 03:32 PM IST
বেথ মুনি
বেস প্রাইস ৪০ লক্ষ। দর হাঁকে আরসিবি ও মুম্বই। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ও গুজরাট। ২ কোটি টাকায় বেথ মুনিকে দলে নেয় গুজরাট জায়ান্টস।
13 Feb 2023, 03:29 PM IST
তালিয়া ম্যাকগ্রাকে দলে নেয় ইউপি
বেস প্রাইস ৪০ লক্ষ। আরসিবি ও গুজরাট দর হাঁকে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি ও ইউপি। ১ কোটি ৪০ লক্ষ টাকায় তালিয়া ম্যাকগ্রাকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
13 Feb 2023, 03:26 PM IST
ন্যাট সিভারকে দলে নিল মুম্বই
বেস প্রাইস ৫০ লক্ষ। শুরুতে দর হাঁকে মুম্বই ও দিল্লি। ৩ কোটি ২০ লক্ষ টাকায় ন্যাট সিভারকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।
13 Feb 2023, 03:23 PM IST
রেনুকা সিং ঠাকুরকে দলে নেয় আরসিবি
বেস প্রাইস ৫০ লক্ষ। দিল্লি দর হাঁকে শুরুতে। লড়াইয়ে যোগ দেয় আরসিবি। ১ কোটি ৫০ লক্ষ টাকার রেনুকা সিং ঠাকুরকে দলে নেয় আরসিবি।
13 Feb 2023, 03:20 PM IST
দীপ্তি শর্মাকে দলে নিল ইউপি
বেস প্রাইস ৫০ লক্ষ। দল হাঁকে দিল্লি ক্যাপিটালস। লড়াইয়ে যোগ দেয় মুম্বই, গুজরাট ও ইউপি। শেষমেশ ২ কোটি ৬০ লক্ষ টাকায় দীপ্তিকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
13 Feb 2023, 03:02 PM IST
সোফি একলেস্টোনকে দলে নেয় ইউপি
বেস প্রাইস ৫০ লক্ষ। গুজরাট জায়ান্টস দর হাঁকে শুরুতে। লড়াইয়ে যোগ দেয় দিল্লি। দর হাঁকে ইউপিও। ১ কোটি ৮০ লক্ষ টাকায় সোফি একলেস্টোনকে দলে নেয় ইউপি ওয়ারিয়র্জ।
13 Feb 2023, 02:59 PM IST
এলিস পেরিকে দলে নিল আরসিবি
বেস প্রাইস ৫০ লক্ষ। দর হাঁকে দিল্লি ও আরসিবি। ১ কোটি ৭০ লক্ষ টাকায় এলিস পেরিকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
13 Feb 2023, 02:57 PM IST
অ্যাশলেই গার্ডনারকে দলে নিল গুজরাট
বেস প্রাইস ৫০ লক্ষ। ৩ কোটি ২০ লক্ষ টাকায় গুজরাট জায়ান্টস দলে নেয় অ্যাশলেই গার্ডনারকে। আগ্রহ দেখিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্সও।
13 Feb 2023, 02:54 PM IST
হেইলি ম্যাথিউজ অবিক্রিত
বেস প্রাইস ৪০ লক্ষ টাকা। প্রথম দফায় অবিক্রিত থাকেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউজ।
13 Feb 2023, 02:53 PM IST
সোফি ডিভাইনকে দলে নিল আরসিবি
বেস প্রাইস ৫০ লক্ষ। বেস প্রাইসে সোফিকে দলে নিল আরসিবি। আর কোনও দল দর হাঁকেনি জিভাইনের জন্য।
13 Feb 2023, 02:53 PM IST
হরমনপ্রীতকে দলে নিল মুম্বই
বেস প্রাইস ৫০ লক্ষে। আরসিবি ও দিল্লি দর হাঁকে হরমনপ্রীতের জন্য। আরসিবি হাল ছাড়লে লড়াইয়ে নাম লেখায় মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লি হাল ছাড়লে লড়াইয়ে ঢোকে ইউপি। ১ কোটি ৮০ লক্ষ টাকায় হরমনপ্রীতকে দলে নেয় মুম্বই।
13 Feb 2023, 02:49 PM IST
স্মৃতি মন্ধনাকে দলে নিল আরসিবি
বেস প্রাইস ৫০ লক্ষ। মুম্বই ইন্ডিয়ান্স শুরুতেই দর হাঁকে। লড়াইয়ে যোগ দেয় আরসিবি। ৩ কোটি ৪০ লক্ষ টাকায় মন্ধনাকে দলে নেয় আরসিবি।
13 Feb 2023, 02:41 PM IST
প্রকাশিত হল উইমেন্স প্রিমিয়র লিগের লোগো
নিলামের আগে উইমেন্স প্রিমিয়ির লিগেল লোগো উন্মোচিত হল বিসিসিআই সভাপতি রজার বিনি, সচিব জয় শাহ ও আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমলের হাত দিয়ে।
13 Feb 2023, 02:20 PM IST
নিলামের জন্য কত টাকা হাতে থাকছে প্রতি দলের
দল গড়ার জন্য প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি সর্বোচ্চ ১২ কোটি টাকা খরচ করতে পারবে। সব থেকে কম ৯ কোটি টাকা খরচ করা যাবে দল গড়ার জন্য।
13 Feb 2023, 02:17 PM IST
কত জনের দল গড়তে হবে
প্রতিটি দল কমপক্ষে ১৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়ে নিতে পারবে। সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়া যাবে। সব থেকে বেশি ১২ জন ভারতীয় ক্রিকেটার দলে নেওয়া যাবে। সব থেকে বেশি ৬ জন বিদেশি ক্রিকেটার স্কোডায়ে নেওয়া যাবে।
13 Feb 2023, 02:15 PM IST
কোন কোন দেশের ক্রিকেটারদের নিলামে তোলা হবে
ভারত (২৪৬) ছাড়া ইংল্যান্ড (২৭), অস্ট্রেলিয়া (২৮), নিউজিল্যান্ড (১৯), দক্ষিণ আফ্রিকা (১৭), ওয়েস্ট ইন্ডিজ (২৩), শ্রীলঙ্কা (১৫), বাংলাদেশ (৯), আয়ারল্যান্ড (৬), জিম্বাবোয়ে (১১), আমিরশাহি (৪), হংকং (১), থাইল্যান্ড (১), নেদারল্যান্ডস (১) ও আমেরিকা যুক্তরাষ্ট্রের (১) ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়।
13 Feb 2023, 02:05 PM IST
কোন কোন দল অংশ নেবে WPL-এ
মোট ৫টি দল অংশ নেবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে। ১. মুম্বই ইন্ডিয়ান্স (মুম্বই) ২. দিল্লি ক্যাপিটালস (দিল্লি) ৩. রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (বেঙ্গালুরু) ৪. গুজরাট জায়ান্টস (আমদাবাদ) ৫. ইউপি ওয়ারিয়র্জ (লখনউ)
13 Feb 2023, 02:01 PM IST
ক্রিকেটারদের বেস প্রাইস কত
ঘরোয়া ক্রিকেটারদের বেস প্রাইস ১০ ও ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের বেস প্রাইস ৩০, ৪০ ও ৫০ লক্ষ টাকা। সর্বোচ্চ ৫০ লক্ষ টাকার বেস প্রাইসের তালিকায় রয়েছেন ২৪ জন ক্রিকেটার। ৪০ লক্ষ টাকা বেস প্রাইসের তালিকায় রয়েছেন ৩০ জন ক্রিকেটার।
13 Feb 2023, 02:00 PM IST
সর্বোচ্চ কতজন ক্রিকেটার দল পেতে পারেন
৫টি দলে সর্বোচ্চ ৯০ জন ক্রিকেটার জায়গা পেতে পারেন, যাঁদের মধ্যে ৩০ জন বিদেশি ক্রিকেটার দল পেতে পারেন নিলাম থেকে। মোট ২০২ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাকে নিলামে তোলা হবে। ঘরোয়া ক্রিকেটার রয়েছেন ১৯৯ জন। সেই সঙ্গে ৮ জন সহযোগী দেশের ক্রিকেটার তো রয়েছেনই।
13 Feb 2023, 01:57 PM IST
কতজন ক্রিকেটারকে নিলামে তোলা হবে
মোট ১৫২৫ জন ক্রিকেটার প্রাথমিকভাবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের জন্য নাম নথিভুক্ত করান। বাছাই করার পরে মোট ৪০৯ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। মোট ২৪৬ জন ভারতীয় ক্রিকেটার নিলামে অংশ নেবেন। বিদেশি ক্রিকেটার রয়েছেন ১৬৩ জন, যাঁদের মধ্যে আইসিসির সহযোগী দেশের ক্রিকেটার রয়েছেন ৮ জন।
13 Feb 2023, 01:57 PM IST
কখন শুরু নিলাম
মুম্বইয়ে বসছে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগের নিলামের আসর। নিলাম শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী দুপুর ২টো ৩০ মিনিট থেকে।