বাংলা নিউজ > ময়দান > Hundred-এ উজ্জ্বল নাইটরা, এক রান দিয়ে তিন উইকেট জনসনের
পরবর্তী খবর
Hundred-এ উজ্জ্বল নাইটরা, এক রান দিয়ে তিন উইকেট জনসনের
1 মিনিটে পড়ুন Updated: 10 Aug 2023, 11:06 AM ISTTania Roy
২০ বলে ১ রান ৩ উইকেট তুলে নিয়েছেন জনসন। একেবারে চোখ ধাঁধানোই পরিসংখ্যান বটে! পাশাপাশি সুনীল নারিনও ইনভিন্সিবলসের হয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। আর এই দুই তারকার দাপটে ১০০ বলে ১৮৭ রান তাড়া করতে নেমে, মাত্র ৯২ বলে গুটিয়ে যায় ম্যাঞ্চেস্টার।
স্পেনসার জনসন মাত্র ১ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন।
আগুনে মেজাজে রয়েছেন স্পেনসার জনসন। কম যাচ্ছেন না সুনীল নারিন, জেসন রয়রাও। কলকাতা নাইট রাইডার্স প্লেয়ারদের দাপটে কেঁপে গেল ম্যাঞ্চেস্টার অরিজিনালস। ওভাল ইনভিন্সিবলস জেতে ৯৪ রানে।
স্পেনসার জনসনের সময়টা এখন বেশ ভালো কাটছে। রবিবার গ্লোবাল টি-টোয়েন্টি কানাডার ফাইনালে খেলেছিলেন তিনি। যদিও তাঁর টিম ফাইনালে হেরেছে। তবে সোমবারই জাতীয় দলে ডাক পেয়ে মন ভালো হয়ে যায় তাঁর। এই মাসের শেষের দিকে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজের জন্য অস্ট্রেলিয়া টিমে ডাক পেয়েছেন তিনি। আর বুধবার রাতে ওভাল ইনভিন্সিবলসের জার্সিতে হান্ড্রেডে অভিষেক হয় তাঁর। আর অভিষেক ম্যাচেই আগুনে বোলিং করেন তিনি। ২০ বলে ১ রান ৩ উইকেট তুলে নেন জনসন। একেবারে চোখ ধাঁধানোই পরিসংখ্যান বটে!
২৭ বছরের জনসনের চমকপ্রদ পরিসংখ্যান নিয়ে চলছে জোর চর্চা। এর পাশাপাশি সুনীল নারিনও ইনভিন্সিবলসের হয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। তিনি ২০ বলে ১২ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছেন। আর এই দুই তারকার দাপটে ১০০ বলে ১৮৭ রান তাড়া করতে নেমে, মাত্র ৯২ বলে গুটিয়ে যায় ম্যাঞ্চেস্টার।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমেছিল ওভাল ইনভিন্সিবলস। কেকেআর-এর আর এক তারকা শুরুতেই ঝড় তোলেন। ৪২ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন। তাঁর ইনিংসে ছিল সাতটি চার একটি ছক্কা। তাঁর সঙ্গে ওপেন করতে নেমে উইল জ্যাকসও ১৩ বলে ৩২ রানের দুরন্ত ইনিংস খেলেন। তিনে ব্য়াট করতে নেমে হেনরিখ ক্লাসেন আবার ২৭ বলে ৬০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তাঁর ইনিংস সাজানো ছিল ছ'টি ছক্কা এবং দু'টি চার। এছাড়া ৮ বলে ১৭ রান করেন জর্ডন কক্স। নির্দিষ্ট ১০০ বলে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান করে ইনভিন্সিবলস। ম্যাঞ্চেস্টারের হয়ে জেমি ওভারটন ২ উইকেট নেন।
রান তাড়া করতে নেমে ম্যাঞ্চেস্টারের ইনিংসে সে ভাবে কেউ শক্ত খুঁটি হয়ে উঠতে পারেননি। ছয়ে নেমে একমাত্র জেমি ওভারটনই ২১ বলে ৩৭ রান করেছিলেন। এছাড়া ওপেন করতে নেমে দলের অধিনায়ক জোস বাটলার ২৪ বলে ২৩ রান করেন। বাকিদের হাল তথৈবচ। এই দুই জনের বাইরে দুই অঙ্কের ঘরে পৌঁছান অ্যাশটন টার্নার। ৯ বলে ১৩ রান করেন। বাকিরা এক অঙ্কের ঘরেই গড়াগড়ি খান। ৮৯ বলে ৯২ করে অলআউট হয়ে যায় ম্যাঞ্চেস্টার। ইনভিন্সিবলসের হয়ে জনসন এবং নারিনের তিনটি করে উইকেট ছাড়াও ২টি করে উইকেট নিয়েছেন গাস অ্যাটকিনসন এবং নাথান সাউটার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।