আইপিএলের তরফে বলা হয়েছে, ‘২০২৩ আইপিএলের মধ্যে খেলা হতে চলা লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ৪৬ তম ম্যাচটি যা ২০২৩ সালের ৪ মে হওয়ার কথা ছিল তা এখন রিশিডিউল করে বুধবার ৩ মে, ২০২৩ দেওয়া হয়েছে। লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মহেন্দ্র সিং ধোনি ও লোকেশ রাহুল (ছবি-টুইটার)
শুভব্রত মুখার্জি: আইপিএলের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৪ মে আ্যাওয়ে ম্যাচে, কেএল রাহুলের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের ঘরের মাঠ একানা স্টেডিয়ামে খেলার কথা ছিল সিএসকের। কিন্তু সেই সময়েই আবার অনুষ্ঠিত হবে লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন। ফলে ৪ মে'র বদলে এগিয়ে আনা হল এই ম্যাচ। এই ম্যাচ খেলা হবে ৩ মে। ভারতীয় সময় দুপুর ৩:৩০ টে থেকে শুরু হবে এই ম্যাচ।
চলতি মরশুমের আইপিএলে চেন্নাইতে সিএসকের হোম ম্যাচে ইতিমধ্যেই মুখোমুখি হয়েছিল দুই দল। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে সেই ম্যাচ অবশ্য জিতেছিল চেন্নাই সুপার কিংস দল। চলতি আইপিএলে দুটি দিন সপ্তাহের মাঝেই 'ডবল হেডার' দেওয়া হয়েছে অর্থাৎ একদিনে দুটি ম্যাচ হবে। সাধারণত দুটি করে ম্যাচ সপ্তাহান্তেই খেলা হয়। তবে ২০ এপ্রিল এবং ৪ মে সপ্তাহেরর মাঝেই একদিনে দুটি করে ম্যাচ দেওয়া হয়েছিল। এবার ৪ মে'র সিএসকে বনাম লখনউ ম্যাচটির সময় বদল করা হল। ৪মের বদলে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ মে'তে।
আইপিএলের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে । যেখানে বলা হয়েছে, ‘২০২৩ আইপিএলের মধ্যে খেলা হতে চলা লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংসের ৪৬ তম ম্যাচটি যা ২০২৩ সালের ৪ মে হওয়ার কথা ছিল তা এখন রিশিডিউল করে বুধবার ৩ মে, ২০২৩ দেওয়া হয়েছে। লখনউ মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৪ মে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। ম্যাচের সময় কোন পরিবর্তন করা হয়নি। ৩:৩০টে থেকেই শুরু হবে ম্যাচ।’ ৩ মে দ্বিতীয় ম্যাচে মোহালিতে মুখোমুখি হবে পঞ্জাব কিংস এবং মু্ম্বই ইন্ডিয়ান্স দল। আইএস বিন্দ্রা স্টেডিয়ামে এই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭:৩০টা থেকে। আইপিএলের কোন ম্যাচে এই প্রথমবার লখনউতে খেলবে সিএসকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।