2 মিনিটে পড়ুন Updated: 03 Apr 2023, 09:51 AM ISTTania Roy
প্রথম রাউন্ডের খেলা শেষ। দলগুলির কে কোন পজিশনে শেষ করল, কার কত পয়েন্ট। নেট রান রেটের বিচারে কে কতটা এগিয়ে পিছিয়ে রয়েছে, জেনে নিন বিস্তারিত।
কলকাতা নাইট রাইডার্স রয়েছে লিগ তালিকার ছয় নম্বরে।
সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থা্ন রয়্যালস। এই বছর আইপিএলে প্রথম টিম হিসেবে রাজস্থান ২০০ রানের গণ্ডি টপকে যায়। তারা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদ নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে। হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা দখল করে নিয়েছে। আর হায়দরাবাদ রয়েছে দশ নম্বরে।
লখনউ সুপার জায়ান্টস আবার দিল্লি ক্যাপিটালসকে ৫০ রানে হারায়। তারা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৯৩ রান করেছিল। দিল্লি নির্দিষ্ট ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে। বড় ব্যবধানে দিল্লিকে হারিয়ে দুইয়ে জায়গা করেছে লখনউ। দিল্লি রয়েছে নয় নম্বরে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আবার রবিবার মুম্বইয় ইন্ডিয়ান্সকে হারায় ৮ উইকেটে। মুম্বই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করেছিল। ২ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ব্যাঙ্গালোর। তারা রয়েছে লিগ তালিকার তিনে। আর মুম্বই হেরে আটে জায়গা পেয়েছে।
২০২৩ আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং গুজরাট টাইটান্স। ধোনি বাহিনীকে ৫ উইকেটে হারান হার্দিক পাণ্ডিয়ারা। প্রথমে ব্যাট করে ১৭৮ রান করেছিল চেন্নাই। ৫ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা তাদের প্রথম ম্যাচে সিএসকে-কে হারিয়ে চারে জায়গা করে নিয়েছে। চেন্নাই রয়েছে সাতে।
পঞ্জাব কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচটি বৃষ্টির জন্য পুরো খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৭ রানে ম্যাচ জিতে যায় পঞ্জাব। প্রথমে ব্যাট করে পঞ্জাব করেছিল ৫ উইকেটে ১৯১ রান। কলকাতা যখন ১৬ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান, সেই সময়ে বৃষ্টি নামে। এর পর আর খেলা হয়নি। ডাকওয়ার্থ লুইস নিয়মে ম্যাচ জিতে পঞ্জাব পাঁচে জায়গা পেয়েছে। নাইট রাইডার্স রয়েছে ছয়ে।
প্রথম রাউন্ডের খেলা শেষ, এক ঝলকে দেখে নিন পুরো পয়েন্ট টেবল-
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।