ভিডিয়ো- সূর্যের সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট তিলক ও পোলার্ড, দোষ আসলে কার?
1 মিনিটে পড়ুন Updated: 14 Apr 2022, 10:53 AM IST- । তার ঠিক ২০ বল পরে, লং অনে ওডিন স্মিথের মিসফিল্ডে দুই রান নিতে গিয়ে আবারও বোঝাপড়ার ভুল। । এবারও রান আউটের সঙ্গে যুক্ত ছিলেন সূর্য। পোলার্ড আউট হওয়ার পর নিজের ভুলেই সম্ভবত হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়েন সূর্যকুমার।
গুরুত্বপূর্ণ সময়ে এই দুই রান আউটই যে ম্যাচের ভাগ্য বদল করে দিয়েছে। ম্যাচ শেষে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মাও তা সাফ জানিয়ে দেন। ‘আমার মতে আমরা এই ম্যাচে বেশ ভালই খেলেছি এবং নিজেদের ব্যাটিং ইনিংসে সফলভাবে রান তাড়া করার অনেক কাছেও পৌঁছে গিয়েছিলাম। ওই রান আউটগুলিই ম্যাচ বদলে দিল। তবে এমনটা হয়েই থাকে। একসময় দারুণভাবে জয়ের দিকে এগোচ্ছিলাম। কিন্তু শেষমেশ মাথা ঠান্ডা রেখে ম্যাচ বের করতে ব্যর্থ হই।’ বলে জানান রোহিত। এই দুই রান আউট না হলে, ম্যাচের ভাগ্য আলাদা হলেও,হতে পারত। কিন্তু শেষমেশ ১৯৯ রান তাড়া করতে নেমে ১২ রানে ম্যাচ হারতে হয় পল্টনদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।