শুরুতেই মুকেশ চৌধরীর বল ব্যাটের ভিতরের কানায় লাগে ঋদ্ধিমান সাহার। বল স্টাম্পের ঠিক পাশ দিয়ে উইকেটকিপারের পিছনে বাউন্ডারি লাইনের বাইরে চলে যায়। সেই ওভারেই আরও একটি বল ঋদ্ধির ব্যাটের বাইরের কানায় লেগে ফের উইকেটকিপারের পিছনে বাউন্ডারি লাইনের বাইরে যায়। মাঝে একবার রুতুরাজ গায়কোয়াড়ের হাত থেকে জীবনদান পান ঋদ্ধি। তবে শেষমেশ ঋদ্ধিমান সাহা চেন্নাইয়ের বিরুদ্ধে গুজরাটকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বাকিরা রান তুলতে সমস্যায় পড়লেও দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন বাংলার তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। চলতি আইপিএল মরশুমের তৃতীয় হাফ-সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ঋদ্ধি। বিশেষ করে পাওয়ার প্লেতে যে রকম আগ্রাসী ব্যাটিং করেন ঋদ্ধি, তা প্রশংসার যোগ্য।
চলতি আইপিএলের পাওয়ার প্লেতে ৯৫.৫০ গড়ে ১৩৮.৪ স্ট্রাইক-রেটে ১৯১ রান সংগ্রহ করেন ঋদ্ধি। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে গুজরাটের সাফল্যের ভিত তৈরি করে দিয়ে যাচ্ছেন ঋদ্ধিই।
আরও পড়ুন:- CSK vs GT: প্রথম বলেই গিলের উইকেট, IPL-এ স্বপ্নের শুরু নতুন মালিঙ্গার, ভিডিয়ো
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫৭ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন ঋদ্ধিমান। টুর্নামেন্টের ৮টি ম্যাচে মাঠে নেমে ৪০.১৪ গড়ে ২৮১ রান সংগ্রহ করেছেন সাহা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।