কবে আসবেন শাকিব আল হাসান? কবে আসবেন লিটন দাস? সেই জল্পনার মধ্যেই সূত্র উদ্ধৃত করে একটি বাংলাদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চলতি আইপিএলে খেলবেন না শাকিব। যেহেতু তাঁকে আইপিএলের অধিকাংশ সময় পাওয়া যাবে না, তাই শাকিবকে বিশেষ অনুরোধ করেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দীর্ঘদিনের সুসম্পর্কের কারণে কেকেআরের অনুরোধে রাজি হয়ে গিয়েছেন শাকিব। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে শাকিব কিছু জানাননি। কেকেআরের তরফেও সরকারিভাবে কিছু জানানো হয়নি।
ইতিমধ্যে আইপিএল শুরু হয়েছে। একটি ম্যাচ খেলে ফেলেছে কেকেআরও। সেই ম্যাচে শাকিব এবং লিটন ছিলেন না। বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্ট দলে থাকায় কেকেআরের দ্বিতীয় ম্যাচেও তাঁরা খেলতে পারবেন না। তারপর আইপিএল খেলতে ভারতে এলেও মে'র প্রথম সপ্তাহে আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজ আছে বাংলাদেশ। যা আগামী ৯ মে থেকে শুরু হবে। চলবে আগামী ১৪ মে পর্যন্ত। সেই সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। অর্থাৎ মেরেকেটে আড়াই থেকে তিন সপ্তাহের বেশি শাকিব এবং লিটনদের পাবে না কেকেআর। সেই পরিস্থিতিতে শাকিবের পরিবর্তে অন্য কোনও খেলোয়াড়কে দলে নিতে চাইছে বলে ওই বাংলাদেশি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে।
সূত্র উদ্ধৃত করে বাংলাদেশের সংবাদমাধ্যমে 'প্রথম আলো'-র প্রতিবেদনে জানানো হয়েছে, শাকিবকে যেহেতু একেবারে কম সময়ের জন্য পাবে, সেজন্য বিকল্প বিদেশি খেলোয়াড় নেওয়ার জন্য বাংলাদেশের তারকার কাছে প্রস্তাব দেয় কেকেআর। নাইট ব্রিগেডের সঙ্গে সম্পর্ক ভালো থাকায় সেই প্রস্তাবে রাজি হয়ে গিয়েছেন শাকিব। যদিও চুক্তি অনুযায়ী, শাকিব সেই প্রস্তাবে নাও রাজি হতে পারতেন। আইপিএলে কয়েকটি ম্যাচে খেলবেন বলে জানাতে পারতেন শাকিব। সেক্ষেত্রে চুক্তির কারণে কেকেআরেরও হাত-পা বাঁধা থাকত। তবে বিষয়টি নিয়ে শাকিব মুখ খোলেননি বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।
আরও পড়ুন: IPL 2023: KKR বোলারদের নিয়ে ছেলেখেলা করল PBKS, তবু ১ উইকেট নিয়েই বড় নজির উমেশের
শাকিবের ক্ষেত্রে সেরকম হলেও লিটনের ভবিষ্যৎ অবশ্য স্পষ্ট নয়। লিটন সম্ভবত বাংলাদেশ-আয়ারল্যান্ড টেস্টের প্রথম টেস্টে খেলবেন। আগামী মে'তে একদিনের সিরিজে সম্ভবত খেলবেন। সেক্ষেত্রে লিটনের পরিণতিও কি একই হতে চলেছে, তা নিয়ে জল্পনা চলছে।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।