২০২৫ উইম্বলডনে মহিলাদের সিঙ্গলসের ট্রফি জিতলেন ইগা সুয়াটেক। ফাইনালে আমান্দা আনিসিমোভাকে তিনি স্ট্রেট সেটে হারালেন শুধু না, প্রতিপক্ষকে খাতাই খুলতে দিলেন না এই তারকা। মাত্র ৫৭ মিনিটের মধ্যেই জবনিকা পতন ঘটল মহিলাদের সিঙ্গলসের ফাইনাল ম্যাচের। ইগা সুয়াটেক ম্যাচ জিতলেন ৬-০, ৬-০ ফলে। ১৯১১ সালের পর এটিই ছিল প্রথম ডবল ব্যাগেল ম্যাচ, কোনও উইম্বলডনের ফাইনালে।
ম্যাচের শুরু থেকেই আনিসিমোভা কেমন যেন জড়তায় ভুগছিলেন। আনফোর্ডস এরর তিনি করে বসেন প্রায় ২৮টি। সব দিক থেকেই এই ম্যাচে অনেকটা এগিয়ে থেকে শুরু করেছিলেন সুয়াটেক। ফরাসি ওপেনের চারটি শিরোপা ছাড়াও একটি ইউএস ওপেনের শিরোপাও ছিল ইগার ঝুলিতে এতদিন। কিন্তু সেই দুই শিরোপাই ছিল রেড ক্লে কোর্ট আর হার্ড কোর্টে। এই প্রথম নিজের কেরিয়ারে কোনও গ্রাস কোর্ট গ্র্যান্ডস্লাম জিতলেন ইগা। গত বছর জুন মাসে রোলা গারো জিতেছিলেন, এরপর প্রায় ১ বছর পর তাঁর ট্রফির খরা কাটল।
এই নিয়ে টানা ৮টি উইম্বলডনে মহিলাদের সিঙ্গল বিভাগে আলাদা আলাদা চ্যাম্পিয়নের দেখা পাওয়া গেল। তবে এর আগের ৭টি খেতাব জয়ীদের থেকে ইগার কৃতিত্ব অনেকটাই বেশি, কারণ ২৩ বছর বয়সী মার্কিন অনিসিমোভাকে তিনি একেবারে দাঁড়াতেই দেননি ফাইনাল ম্যাচে। এটি ছিল মার্কিন তারকার প্রথম মেজর ফাইনাল, তাই স্নায়ুচাপে তিনি ভুগতে থাকেন।
গতবারের তুলনায় এবারের উইম্বলডনে মহিলাদের জয়ীর জন্য পুরস্কার মুল্য বাড়ানো হয়েছে ১১ শতাংশ। ফলে সুয়াটেক এবারে জিতে পেলেন প্রায় ৪.০৭ মিলিয়ন ইউএস ডলার। রানার্স আপ হওয়া আমান্দা আনিসিমোভা পেলেন ২.০৬ মিলিয়ন ইউএস ডলার, যা গতবারের উইম্বলডনের তুলনায় ৮ শতাংশ বেশি। এবারের উইম্বলডনের মোট পুরস্কার মুল্য ৫৩.৫ মিলিয়ন পাউন্ড, যেখানে মহিলা এবং পুরুষদের জন্য একরকমের পে স্কেল রাখা হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।