কিছুদিন আগেই তাঁকে দেখা গিয়েছিল লন্ডনে উইম্বলডনের আসরে। অনুরাগীদের আশা ছিল, উইম্বলডনের পর লর্ডনে ভারত বনাম ইংল্যান্ডের মাঠের দর্শকাসনেও দেখা যাবে বিরাট কোহলিকে। সদ্য টেস্ট থেকে অবসর নেওয়া কিং কোহলি কি সত্যিই থাকবেন লর্ডসের দর্শকাসনে? তা নিয়ে কোন সম্ভাবনার কথা বললেন ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল আথারটন।
লন্ডনের আইকনিক লর্ডস স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের মধ্যে অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির তৃতীয় টেস্টে অংশগ্রহণের সময় ক্রিকেটের জগতের নামীদামী ব্যক্তিরা উপস্থিত থাকার কথা। এদিন রীতি মেনে লর্ডসে ঘণ্টা বাজিয়ে খেলার শুরুর সংকেত দেন কিংবদন্তী ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকার। ওদিকে, খবর, লন্ডনে রয়েছেন রোহিত শর্মাও। তাঁকে দেখা গিয়েছে বলিউড তারকা ববি দেওলের সঙ্গে এক সেলফিতে। লর্ডসে লর্ড ববিকে দেখা যাবে কিনা, তাও একটি জল্পনা। তবে ববি দেওল তাঁর পোস্টে লিখেছেন,' আমাদের টিমের জন্য রুটিং হচ্ছে'। এদিকে, বৃহস্পতির লর্ডস কার্যত ছিল তারকায় ঠাসা। তারই মাঝে প্রশ্ন উঠছে, তাহলে কি বিরাট কোহলি থাকবে না লর্ডসের দর্শকাসনে?
৪৮ ঘন্টারও কম সময় আগে কোহলি নোভাক জোকোভিচের একটি উইম্বলডন ম্যাচে ছিলেন দর্শক গ্যালারিতে।তারপরে লন্ডনে তার প্রাক্তন সতীর্থ যুবরাজ সিং আয়োজিত একটি বিশেষ 'ইউউইক্যান' চ্যারিটি ইভেন্টে অংশ নিয়েছিলেন।
এরই মাঝে ইংল্যান্ডের প্রাক্তনী মাইকেল আথার্টন, যখন ভারতের প্রাক্তন ক্রিকেটার দীনেশ কার্তিককে জিজ্ঞাসা করেন যে কোহলির আসার সম্ভাবনা আছে কিনা, তখন তিনি নেতিবাচক মনোভাব প্রকাশ করেন। কার্তিক বলেন, ‘সে লর্ডসের কাছেই থাকে। সেখানেই সে থাকছে। কিন্তু ওটা ভাববেন না। তাঁর বাবা হিসাবেও দায়িত্ব আছে।’ উল্লেখ্য, রিপোর্ট বলছে, কোহলি লন্ডনের সেন্ট জনস উডে থাকেন, যা আইকনিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের একই রাস্তা। সদ্য তিনি তাঁর টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে মুখ খুলেছেন। এদিকে, এসবের মাঝেই সকলের নজর রয়েছে লর্ডস টেস্টে। এর আগে এজবাস্টন টেস্ট রাজকীয় দাপটে পকেটে পুরে নেয় গিলের ভারত। এবার লক্ষ্য লর্ডস দখল করে সিরিয়ে এগিয়ে থাকা। তবে এই টেস্টে ইংল্যান্ডের আর্চারের আগমন ভারতের জন্য কত বড় কাঁটা হতে পারে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
(এই প্রতিবেদন এআই জেনারেটেড।)