বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর
পরবর্তী খবর
ISL 2022-23: প্রথম দুইয়ে থাকা এখন আমাদের হাতে নেই- সাফ কথা ATKMB কোচ ফেরান্দোর
4 মিনিটে পড়ুন Updated: 21 Jan 2023, 01:06 PM ISTTania Roy
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে পাঁচ বার। দু’টিতে জিতেছে কলকাতার দল। একটিতে জিতেছে চেন্নাইয়িন এফসি। বাকি দু'টি ড্র হয়েছে। চলতি আইএসএলেই সবুজ-মেরুন বাহিনীর বিরুদ্ধে প্রথম জয় পেয়েছে চেন্নাইয়ের দলটি।
জুয়ান ফেরান্দো।
মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অনেক চেষ্টা করেও জিততে না পারার যন্ত্রণা এবং চেন্নাইয়িন এফসি-র বিরুদ্ধে প্রথম লিগে হারের জ্বালা- এই নিয়ে শনিবার ফের খেলতে নামছে এটিকে মোহনবাগান। চেন্নাইয়ের ঘরের মাঠে জুয়ান ফেরান্দো দলকে হারিয়ে এই দ্বিগুণ জ্বালা মেটাতে পারবে কি এটিকে মোহনবাগান?
চেন্নাইয়িন এফসি-র ঘরের মাঠে নামার চব্বিশ ঘণ্টা আগে লিগ টেবলে এটিকে মোহনবাগানের যা অবস্থান, তার চেয়ে এক ধাপ উপরে অর্থাৎ তিন নম্বরে উঠতে হলে তাদের এই ম্যাচে জিততেই হবে। খাতায় কলমে চেন্নাইয়িনের চেয়ে ভালো দল নিয়েই এগোচ্ছেন এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। কিন্তু ম্যাচটা যেহেতু চেন্নাইয়ে, তাই কিছুটা চিন্তায় রয়েছেন তিনি। ঘরের মাঠেই যাদের কাছে হার দিয়ে এ বারের হিরো আইএসএল অভিযান শুরু করে গত বারের সেমিফাইনালিস্টরা, অ্যাওয়ে ম্যাচে কতটা সুবিধা করতে পারবে তারা, সেটাই প্রশ্ন।
যদিও সেই পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে অনেক ফারাক। সেটা ছিল দুই দলেরই প্রথম ম্যাচ। তার পরে দু’পক্ষেরই এক ডজন বা তারও বেশি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। দুই দলেরই চোট-আঘাতের তালিকায় একাধিক খেলোয়াড়ের নাম রয়েছে। তাই পরিস্থিতিও অন্য রকম। ফেরান্দো তাই হার-জিত নিয়ে নির্দিষ্ট করে কিছু বলার ঝুঁকি নিতে চান না।
চেন্নাই উড়ে যাওয়ার আগে সাংবাদিকদের তিনি বলেন, ‘মুম্বইয়ের চেয়ে চেন্নাইয়িন এফসি আলাদা দল। তাই খুঁটিনাটি ব্যাপারগুলিতে পরিবর্তন আনতেই হবে। প্রথম লিগের চেয়ে পরিস্থিতি এখানে আলাদা। ঘরের মাঠে খেলা আর বাইরে গিয়ে খেলার মধ্যে তফাৎ আছে।’
প্রথম মুখোমুখিতে হারার পরে ফের মোলাকাত। আগের ম্যাচেই টানা পাঁচ ম্যাচ জিতে আসা হায়দরাবাদ এফসি-কে আটকে দিয়েছে চেন্নাইয়িন এফসি। তাই তাদের যথেষ্ট সমীহ করছেন ফেরান্দো। বলেছেন, ‘চেন্নাইয়িনে ভালো ভালো খেলোয়াড় আছে। সবাই জানেন। ওরা মাঠে ভালো সিদ্ধান্ত নিতে পারে। সেই জন্যই হায়দরাবাদের মতো দলের বিরুদ্ধে পয়েন্ট পায় বা মুম্বইকেও বেগ দিতে পারে। ওরা শক্তিশালী দল। ম্যাচে আমাদের নিয়ন্ত্রণ রাখতে হবে। পায়ে বল রাখতে হবে, জায়গা তৈরি করে তা কাজে লাগাতে হবে। সেটপিস, ড্রিবলিং, ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে ওরা খুবই ভাল। জানি ম্যাচটা কঠিন হবে।’
তবে চোট-আঘাত সমস্যা থেকে এখনও মুক্ত হতে পারছেন না। আক্রমণে মনবীর সিংকে নিয়ে উদ্বেগ তো ছিলই। তাতে নতুন সংযোজন দিমিত্রি পেত্রাতোস। তিনি শনিবার মাঠে নামতে পারবেন কি না, নিশ্চিত করে বলতে পারলেন না কোচ। শুধু বললেন, ‘পেত্রাতোস খেলতে পারবে কি না, দেখতে হবে, ডাক্তাররা বলবেন। আরও দু'দিন অনুশীলন আছে। তার পরে বোঝা যাবে। মনবীরের ব্যাপারেও একই কথা বলব। ম্যাচের আগে যদি দেখি ও ফিট আছে, তা হলে খেলাব। এখনও সাতটা ম্যাচ আছে, তার পরে প্লে অফ। অযথা ঝুঁকি নিতে চাই না।’
মুম্বইয়ের বিরুদ্ধে প্রায় হাফ ডজন শট গোলে রেখেও একটিতেও সাফল্য পাননি এটিকে মোহনবাগান তারকারা। লিস্টন কোলাসো থেকে পেত্রাতোস, আশিক কুরুনিয়ান অনেকেই গোলের সুযোগ নষ্ট করেন সে দিন। ম্যাচের পরে এই গোলের সুযোগ তৈরি নিয়েই সন্তোষ প্রকাশ করেন তাঁদের কোচ। এ দিনও সেই জায়গা থেকে বিন্দুমাত্র সরলেন না। বলেন, ‘গোলের সুযোগ তৈরি করতে পারলে তবেই জেতার ৯০ শতাংশ সম্ভাবনা থাকে। একটা ম্যাচে যদি ২০টা শট গোলে রাখা যায়, তা থেকে দু-একটা গোল আসবেই। কিন্তু সারা ম্যাচে দু-একটা শট গোলে রাখলে গোল আসার সম্ভবনা খুবই কম। এটাই আমার নীতি।’
দলের আক্রমণ বিভাগের প্রশংসা করে কোচ বলেন, ‘আমাদের দল এই ব্যাপারে যথেষ্ট দক্ষ। কিন্তু আক্রমণের চূড়ান্ত পর্যায়ে ভাগ্য আমাদের সহায় হচ্ছে না। যেমন মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ওদের গোলকিপার সে দিন দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে। প্রতিপক্ষ যদি আমাদের থেকে ভালো পারফরম্যান্স দেখায়, তা হলে হয় নিজেদের আরও উন্নত করতে হয়, না পারলে তা মেনে নিতেই হয়। তবে গোলের সুযোগ তৈরি করাটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
কিন্তু লিগ যত এগোচ্ছে, ততই প্রতিটি পয়েন্ট গুরুত্বপূর্ণ হয়ে উঠছে প্রতিটি দলের কাছে। তাই গোলের সংখ্যা যে বাড়াতেই হবে, তা স্বীকার করে নিয়ে প্রীতম কোটালদের হেডমাস্টার বলেন, ‘অবশ্যই বেশি গোল করতে হবে এবং সেই চেষ্টা চালিয়েও যাচ্ছি আমরা। কিন্তু আমি তো আর মাঠে নেমে গোল করতে পারব না। বড়জোর খেলোয়াড়দের সাহায্য করতে পারি। দলের ছেলেদের বিভিন্ন খুঁটিনাটি শেখাতে পারি। কিন্তু মাঠে নেমে ক্রস দেওয়া বা গোলে শট মারা, এটা তো আমার পক্ষে সম্ভব নয়।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।