বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup Final 2022: মেসির বিতর্কিত দ্বিতীয় গোল নিয়ে ফরাসি সমর্থকেরা সরব- ধুইয়ে দিচ্ছেন রেফারিকেও
পরবর্তী খবর
FIFA World Cup Final 2022: মেসির বিতর্কিত দ্বিতীয় গোল নিয়ে ফরাসি সমর্থকেরা সরব- ধুইয়ে দিচ্ছেন রেফারিকেও
1 মিনিটে পড়ুন Updated: 19 Dec 2022, 05:15 PM ISTTania Roy
অনেক ফরাসি সমর্থকেরই দাবি, আর্জেন্তিনার তৃতীয় গোলটি মোটেও ছিল না। প্রসঙ্গত, এই গোলটি মেসি করেছিলেন। এটি প্রাথমিক ভাবে অফসাইড বলে মনে হয়েছিল। কিন্তু টিভি রিপ্লেগুলিতে দেখা যায়, এটি আফসাইড ছিল না। যাইহোক বিতর্ক অফসাইডেই শেষ হয়নি। সেটা আবার এখন অন্য দিকে মোড় নিয়েছে।
মেসির করা আর্জেন্তিনার তৃতীয় গোল নিয়ে চলছে তুমুল বিতর্ক।
কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২-এ ব্লকবাস্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্তিনা এবং ফ্রান্স। যে ম্যাচ আর্জেন্তিনা পেনাল্টিতে ৪-২ হেরে যায়। নির্দিষ্ট টাইমে ম্যাচের ফল ছিল ২-২। এবং অতিরিক্ত সময়ে ম্যাচটি ৩-৩ অমীমাংসিত ভাবে শেষ হয়। এর পর টাইব্রেকারে জেতেন লিওনেল মেসিরা। আর এটি ছিল আর্জেন্তিনার তৃতীয় বিশ্বকাপ শিরোপা। ইতিমধ্যে তারা ১৯৭৮ এবং ১৯৮৬- দু'বার বিশ্বকাপ জিতেছিল।
আর্জেন্তাইন কিংবদন্তি লিওনেল মেসি ২৩তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। এর পর ১০৮তম মিনিটেও গোল করে তিনি ফের আর্জেন্তিনাকে ৩-২ এগিয়ে দেন। দ্বিতীয় গোলটি ডি'মারিয়া করেন। অন্য দিকে এমবাপে শেষ মুহূর্তে তার তিন নম্বর গোল করে এক দিকে ইতিহাস গড়েন। ৫৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেন তিনি। অন্য দিকে ম্যাচটি টাইব্রেকারে নিয়ে যান।
এমবাপে ১১৮তম মিনিটে পেনাল্টি থেকে তিন নম্বর গোলটি করার আগে, ৮০ মিনিটেও পেনাল্টি থেকে প্রথম গোলটি করেছিলেন। আর এর ১ মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটিও করেন এমবাপে। এবং এমবাপের সৌজন্যেই ফ্রান্স প্রথমে নির্দিষ্ট সময়ে ২-২ করে। এবং অতিরিক্ত সময়ে ৩-৩ করে।
তবে, অনেক ফরাসি সমর্থকেরই দাবি, আর্জেন্তিনার তৃতীয় গোলটি মোটেও ছিল না। প্রসঙ্গত, এই গোলটি মেসি করেছিলেন। তিনি হুগো লরিসের বাঁচানো ফিরতি বল গোলে ঢোকান। এটি প্রাথমিক ভাবে একটি সম্ভাব্য অফসাইড বলে মনে হয়েছিল। কিন্তু টিভি রিপ্লেগুলি নিশ্চিত করে যে, এটি আফসাইড ছিল না। এবং মার্টিনেজ শেষ ডিফেন্ডারের সঙ্গে একই লাইনে ছিলেন।
যাইহোক বিতর্ক অফসাইডেই শেষ হয়নি। সেটা আবার এখন অন্য দিকে মোড় নিয়েছে। কিন্তু বিতর্ক রয়েইছে। আর্জেন্তিনা বিরোধীদের একাংশ দাবি করেছে যে, মেসিদের রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা বল গোললাইন অতিক্রম করার আগেই পিচে ঢুকে পড়েছিল। যেটা ফিফার নিয়মে অপরাধ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।