রাত পোহালেই কলকাতা ডার্বি। মরসুমে প্রথম ডার্বি ঘিরে টানটান উত্তেজনা রয়েছে। তবে ইদানীং যেন ডার্বিটা বড় একপেশে হয়ে গিয়েছে। টানা মোহনবাগানর ডার্বি জেতায় যেন উচ্ছ্বাসের জোয়ারে কোথাও ভাটার টান। আসলে ডুরান্ডে জিতলে টানা ৯টি ডার্বিতে জিতবে বাগান। ইস্টবেঙ্গলের কাছে এ বার লড়াই সম্মানরক্ষার।
এবারের ডুরান্ড কাপেও মোহনবাগান একেবারে বিধ্বংসী মেজাজেই রয়েছে। তারা দু'টি ম্যাচ খেলে, ২টি ম্যাচই জিতেছে। সেখানে ইস্টবেঙ্গল ডুরান্ডে তাদের প্রথম ম্য়াচে বাংলাদেশ আর্মির কাছে আটকে গিয়েছে। প্রথম ২ গোল করেও, পরে ২ গোল হজম করেছে তারা। ম্যাচটি ২-২ ড্র করে। এই বাংলাদেশ আর্মিকেই মোহনবাগান পাঁচ গোল দিয়েছিল। ডুরান্ডের দ্বিতীয় ম্যাচেও মোহনবাগান পঞ্জাব এফসি-কে ২-০ হারিয়েছে। স্বাভাবিক ভাবেই মানসিক দিক থেকে অনেকটা এগিয়ে খেলতে নামবে বাগান ব্রিগেড।
এবার ডুরান্ডে ইস্টবেঙ্গল ও মোহনবাগান দুই দলই একই গ্রুপে আছে। শীর্ষে আছে মোহনবাগান, কারণ তারা দুটোই জিতেছে। দ্বিতীয় স্থানে ইস্টবেঙ্গল। গ্রুপ থেকে শীর্ষে থাকা দু'টি দল যাবে পরের রাউন্ডে।
আরও পড়ুন: ভারতীয় ফুটবলের উন্নতিতে ISL বড় ভূমিকা পালন করেছে- দরাজ সার্টিফিকেট দিলেন রোহিত
এদিকে মরশুমের প্রথম ডার্বি। স্বাভাবিক ভাবেই ডুরান্ড ডার্বি ঘিরে উন্মাদনা তুঙ্গে। টিকিটের চাহিদাও আকাশছোঁয়া। অনেকেই টিকিট পাননি। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও টিকিট না পেয়ে হতাশ হয়েছেন দুই দলের বহু সমর্থকই। যাইহোক যাঁরা টিকিট পাননি, অগত্যা তাঁদের টিভিতেই ম্যাচ দেখতে হবে।
তবে অনেকেই হয়তো জানেন না, ডুরান্ডের ম্যাচ কোথায়, কী ভাবে দেখানো হচ্ছে। বাড়িতে বসে ডার্বির কী ভাবে নেবেন, ভাবছেন তো? কোন চ্যানেলে, কখন, কী ভাবে মরশুমের প্রথম ডার্বি দেখতে পাবেন, কটার সময় ম্যাচ শুরু, অনলাইনেই বা কী ভাবে দেখবেন, যাবতীয় তথ্য জেনে নিন বিস্তারিত ভাবে।
মরশুমের প্রথম ডার্বি কবে অনুষ্ঠিত হবে?
১২ অগস্ট, শনিবার ডুরান্ডের মঞ্চে মরশুমের প্রথম ডার্বি অনুষ্ঠিত হবে।
কখন শুরু হবে ম্যাচ?
বিকেল ৪টে ৪৫ মিনিট থেকে শুরু হবে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান হাইভোল্টেজ ম্যাচটি।
কোন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ডার্বি?
ম্যাচটি যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজন করা হবে।
কোন চ্যানেলে দেখতে পাবেন মরশুমের প্রথম ডার্বি?
এবার ডুরান্ড কাপের সম্প্রচার স্বত্ত্ব পেয়েছে সোনি। ডুরান্ড কাপের প্রথম ম্যাচ থেকে শুরু করে সবকটি ম্যাচ সম্প্রচার করা হবে সোনি নেটওয়ার্কে। সোনি স্পোর্টস টেন টু চ্যানেলে দেখা যাবে ডার্বি ম্যাচের সরাসরি সম্প্রচার।
অনলাইনে কী ভাবে দেখা যাবে ডার্বি?
অনলাইনে সোনি লিভ (Sony LIV) অ্যাপে দেখা যাবে ম্যাচটি। তবে অনলাইনে ফ্রি-তে এই ম্যাচ দেখা যাবে না। সোনি লিভ অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে আলাদা করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।