৩ আগস্ট থেকে শুরু হয়েছে ডুরান্ড কাপ। এখনও পর্যন্ত এই টুর্নামেন্ট খেলতে নামেনি ইস্টবেঙ্গল। তবে এবার সময় এসেছে ইস্টবেঙ্গলের নামার। আজ যুব ভারতীয় ক্রীড়াঙ্গনে বাংলাদেশ আর্মির বিরুদ্ধে মাঠে নামবে ইস্টবেঙ্গল। আজ দুই দলের খেলা হবে বিকেল ৪:৪৫ মিনিটে। ইস্টবেঙ্গল এবার শক্তিশালী দল বানিয়ে মাঠে নামতে চলেছে। শুধু দেশি ফুটবলার দিয়েই নয় বিদেশি প্লেয়ারদের নিয়েও মাঠে নামবে তারা।
শনিবার লাল-হলুদ দল ম্যাচের জন্য দল ঘোষণা করে ফেলেছে। এই দলে রাখা হয়েছে মোট ২৬ জনকে। বোরহা হেরেরা, সাউল ক্রেস্পো, ক্লেইটন সিলভা, জাভিয়ের সিভেইরোর মতো বিদেশি খেলোয়াড়কে রাখা হয়েছে। এছাড়াও আরও দুই নতুন বিদেশির নাম ঘোষণা করল লাল হলুদ দল। তাদের দলের সই করিয়েছে জর্ডান এলসি ও স্পেনের অ্যান্তোনিও পার্দো লুকাসকে। তবে ৪ জন বিদেশি ফুটবলারকে নিয়ে মাঠে নামছে লাল-হলুদ।
ইতিমধ্যেই শহরে চলে এসেছে জর্ডান। তবে লুকাস এখনও দলে যোগ দেননি। তিনি ঠিক কবে যোগদান করবেন তা এখনও জানানো হয়নি। অন্যদিকে ক্লেইটন এখনও শহরে আসেননি। তাই ছয় জন বিদেশি কে নিয়ে দল গঠন করলেও হাতে রয়েছে মাত্র চার বিদেশিকে পাচ্ছে লাল-হলুদ। তবে যে দুইজন দুজন বিদেশি ফুটবলারকে পায়নি কুয়াদ্রাত তাদেরকে নিয়ে বেশি ভাবতে চাইছেন না তিনি। আপাতত যাদেরকে পেয়েছেন তাদেরকে নিয়েই মাঠে নামবেন। এবার দলে তিনজন গোলকিপারকে রাখা হয়েছে।
লাল হলুদ দলের যে তিনজন গোলকিরক্ষককে রাখা হয়েছে তার মধ্যে অন্যতম হলেন আদিত্য পাত্র। যিনি কলকাতা লিগ খেলেছেন। কার্লোস কলকাতা লিগে তার খেলা দেখেই ডুরান্ড কাপে তাকে রেখেছেন। এছাড়াও আর যে দুই গোলকিপার রয়েছে তারা হলেন প্রভসুখেন সিং গিল, কমলজিৎ সিং। কলকাতা লিগের পাশাপাশি ডুরান্ডো কাপও খেলছে ইস্টবেঙ্গল দল। তাই কুয়াদ্রাত বর্তমানে খুবই ব্যস্ত রয়েছেন। কলকাতা লিগে মোহনবাগান যেমন জুনিয়র দলকে নামাচ্ছে খেলাতে তেমনই ইস্টবেঙ্গল নামাচ্ছে সিনিয়র দলকে খেলাতে। কার্লোস কলকাতা লিগে দলের ম্যাচগুলি দেখতে যাচ্ছেন। ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে এসে কোচ জানিয়েছেন, তারা এবার শক্তিশালী দল গঠন করেছে। তবে ইস্টবেঙ্গলের গত দু’বছর ধরে যা অবস্থা তা কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে এমন নয় যে তাদের যে কেউ হারিয়ে দিতে পারবে। সেই সঙ্গে তিনি নিজেদের থেকে মোহনবাগানকেও এগিয়ে রেখেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।