৩ অগস্ট থেকে শুরু হবে আসন্ন ডুরান্ড কাপ। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। এটি প্রতিযোগিতার ১৩২তম সংস্করণ। মোট ছ’টি জায়গায় এবারের ডুরান্ড কাপ খেলা হবে। ছ’টির মধ্যে তিনটি জায়গা হল বাংলার। তাছাড়া গুয়াহাটি, কোকরাঝার এবং শিলংয়ে হবে ডুরান্ড কাপের বেশকিছু ম্যাচগুলো। ৩ সেপ্টেম্বর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ।
যুবভারতী ক্রীড়াঙ্গন ও কিশোর ভারতী স্টেডিয়ামে ডুরান্ত কাপের একাধিক ম্যাচের আয়োজন করা হবে। তৃতীয় কেন্দ্রের জন্য আয়োজকরা এখনও চিন্তাভাবনা করছেন। সূত্রের খবর নয় মোহনবাগান মাঠ কিমবা নৈহাটি স্টেডিয়ামকে আরও একটি ভেন্যু হিসাবে ব্যাবহার করা হতে পারে। নতুন দু’টি ভেন্যু হিসেবে কোকরাঝার ও শিলংয়ে এবার ডুরান্ড কাপের খেলা হবে। লাজং এফসি প্রথম বার ডুরান্ড কাপে নামবে। গতবছর ইম্পল ডুরান্ড কাপের অন্যতম ভেন্যু ছিল।
মোহনবাগান, ইস্টবঙ্গল, বেঙ্গালুরু এফসি ডুরান্ডে অংশ নেবে বলে জানিয়েছে। উল্লেখ্য, গতবারের ফাইনালে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু এফসি এবং মুম্বই সিটি এফসি। বেঙ্গালুরু ২-১ গোলে মুম্বই সিটি এফসি-কে হারিয়ে ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছিল। এবারের ডুরান্ড কাপে অংশ নেবে মোট ২৪টি দল। ছ’টি গ্রুপে ভাগ করা হচ্ছে ২৪টি দলকে। ফলে প্রতি গ্রুপে চারটি করে দল থাকবে। এদিকে ছ’টি গ্রুপের সেরা ছ’টি দল কোয়ার্টার ফাইনালে জায়গা পাবে। এছাড়াও বাকি আরও দুটি সেরা দল জায়গা পাবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে।
শুধুমাত্র বাংলাতেই নয়, আসামের কোকড়াঝাড় এবং মেঘালয়ের শিলং-এও ডুরান্ড কাপের ম্যাচগুলি আয়োজন করা হবে বলে জানা গিয়েছে। গতবারের থেকে এবারে প্রতিযোগিতায় দলের সংখ্যা বেড়েছে। গতবার ২০ টি দল নিয়ে আয়োজিত হয় ডুরান্ড কাপ। এবার ২৪টি দল নিয়ে অনুষ্ঠিত হবে এশিয়ার সবচেয়ে প্রাচীন ফুটবল টুর্নামেন্ট। তবে এখনও পর্যন্ত এই প্রতিযোগিতার সূচি প্রকাশ্যে আসেনি। এর মাঝেই কলকাতা লিগের সূচি প্রকাশ করে দিয়েছে বাংলা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইএফএ। ফলে কলকাতা লিগের সঙ্গে যাতে ডুরান্ডের কোনও সমস্যা না হয় সেই দিকটা দেখেই আসন্ন ডুরান্ড কাপের সূচি তৈরি করা হবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।