আন্তর্জাতিক ক্রীড়া আদালতের নির্দেশ কি তবে আমান্য করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন? এআইএফএফ-এর কাজে সরাসরি প্রশ্ন ওঠা স্বাভাবিক। তবে ফেডারেশনের তরফে যে সাফাই দেওয়া হয়, তা ফুটবলপ্রেমীদের সন্তুষ্ট করতে পারবে কিনা সন্দেহ। অন্তত সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া চোখে পড়ছে বিস্তর।
এআইএফএফ-এর তরফে এবছর আইলিগ চ্যাম্পিয়ন হিসেবে ঘোষণা করা হয় চার্চিল ব্রাদার্সকে। যদিও আই লিগ শেষ হওয়ার পরেও কারা আসলে চ্যাম্পিয়ন, সেই বিষয়টাই স্পষ্ট ছিল না। চার্চিল পয়েন্টে সব থেকে এগিয়ে থাকায় তাদেরই চ্যাম্পিয়ন হওয়ার কথা। তবে দ্বিতীয় স্থানে থাকা ইন্টার কাশী দাবি করে যে, তাদের ৩ পয়েন্ট থেকে বঞ্চিত করা হয়েছে। সুতরাং, সেই তিন পয়েন্ট পেলে চার্চিলকে টপকে ইন্টার কাশীর আইলিগ চ্যাম্পিয়ন হওয়ার কথা।
ফেডারেশন আপিল কমিটির নির্দেশ মতোই চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে। তবে বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে মামলা করে ইন্টার কাশী। সেই মামলার শুনানিতে আন্তর্জাতিক ক্রীড়া আদালত এআইএফএফ-কে সরাসরি নির্দেশ দেয় যে, এখনই যেন আইলিগের চ্যাম্পিয়ন ঘোষণা করা না হয়। সেই সঙ্গে এও জানানো হয় যে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন না করা হয়।
রবিবার দুপুরেই আন্তর্জাতিক ক্রীড়া আদালতের নির্দেশের বিষয়ে অবগত হয় ভারতীয় ফুটবলমহল। তবে এআইএফএফ-এর তরফে রবিবার সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে, রবিবার তারা চার্চিল ব্রাদার্সকে ট্রফি দিয়ে দিয়েছে। এক্ষেত্রে ক্যাসের নির্দেশ না মানার পিছনে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন যুক্তি দেয় যে, তারা আন্তর্জাতিক ক্রীড়া আদালতের নির্দেশের কথা জানতে পেরেছে গোয়ায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পরে। যেহেতু ছুটির দিনে এআইএফএফ-এর অফিস বন্ধ ছিল, তাই ক্যাসের আদেশনামা হাতে পেতে সময় লেগেছে তাদের।
সোশ্যাল মিডিয়ায় বিরূপ প্রতিক্রিয়া
সর্বভারতীয় ফুটবল ফেডারেশের যুক্তি মেনে নিতে পারছেন না ভারতীয় ফুটবলপ্রেমীদের অনেকেই। সোশ্যাল মিডিয়ায় দেখা দিয়েছে বিরূপ প্রতিক্রিয়া। অনেকেই অবাক হচ্ছেন এটা ভেবে যে, দুপুরে ক্রীড়া আদালত নির্দেশ দিল, অথচ সন্ধ্যায় কীভাবে চার্চিলকে ট্রফি দিয়ে দিল ফেডারেশন!
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।