IPL 2025-এ DC vs RCB ম্য়াচের মাঝেই বড় ভুল করে বসেছিলেন বিরাট কোহলি, হ্যা সেই ভুলকে কাজে লাগাতে পারলে হয়তো দিল্লি ক্যাপিটালস এই ম্যাচটি জিততে পারত! হ্যা, এমনটাই মনে করেন বিশেষজ্ঞরা। আইপিএল ২০২৫ মরশুমে বিরাট কোহলি নিজের ষষ্ঠ অর্ধশতক পূর্ণ করেন। আর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নিজেদের টানা ষষ্ঠ অ্যাওয়ে জয় তুলে নেয়। দিল্লি ক্যাপিটালসকে ছয় উইকেটে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে আরসিবি এবং এখন তারা আবার প্লে-অফের দোরগোড়ায় পৌঁছে গিয়েছে।
তবে এই ফলাফল ভিন্নও হতে পারত যদি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক অক্ষর প্যাটেল একটা বড় সিদ্ধান্ত নিতেন। তিনি যদি কোহলির ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’-এর ঘটনা নিয়ে কঠোর পদক্ষেপ নিতেন তাহলে আগেই আউট হয়ে যেতেন কোহলি। তবে সেটি না করে নিজেদের বিপদ বাড়িয়েছিল দিল্লি ক্যাপিটালস।
ঘটনাটি ঘটে পাওয়ারপ্লের পরের ওভারের প্রথম বলেই, যখন অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লির বিরুদ্ধে আরসিবির ব্যাটিং চলছিল। তখন বোলিংয়ে আসেন বিপ্রজ নিগম। প্রথম ছয় ওভারে আরসিবি ইতিমধ্যেই তিনটি উইকেট হারিয়ে বসেছিল। ডেবিউ করা জ্যাকব বেটেল এবং দেবদূত পডিক্কালকে ফিরিয়ে দেন অক্ষর প্যাটেল, আর অধিনায়ক রজত পতিদার দুর্দান্ত রানআউটের শিকার হন করুণ নায়ারের থ্রো-এ।
আরও পড়ুন … বেঙ্গালুরুর বিরুদ্ধে দিল্লির হারের জন্য দায়ী কে? কী বললেন DC মেন্টর পিটারসেন?
সেই সময় কোহলি ছিলেন ১৫ রান (১৪ বলে)। তিনি নিগমের একটি স্লাইডার ডেলিভারি মিড-উইকেটের দিকে ঠেলে দেন। কুলদীপ যাদব দ্রুত বল ধরে একটি রান নিতে বাধা দেন এবং পরে বলটি উইকেটকিপার কেএল রাহুলের দিকে ছুঁড়ে দেন। কিন্তু কোহলি হাত বাড়িয়ে বলটি থামিয়ে দেন এবং পরে সেটি বোলারকে ফিরিয়ে দেন পরবর্তী বলের জন্য।
দেখুন সেই ভিডিয়ো-
কুলদীপ যাদব সঙ্গে সঙ্গেই মজা করে একটি আবেদন করেন, তবে সেটিকে গুরুত্ব দিয়ে দেখা হয়নি। তবে, এটাকে কি ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ বা ‘ফিল্ড বাধাদান’ বলা যায় না?
যদি অক্ষর প্যাটেল আবেদন করতেন, বা দিল্লির অন্য কোনও খেলোয়াড় কুলদীপের সঙ্গে যোগ দিতেন, তাহলে কোহলির ইনিংস সেখানেই শেষ হয়ে যেতে পারত। কারণ তখনও বল খেলার মধ্যে ছিল—না বলটি উইকেটকিপারের হাতে ছিল, না দিল্লি ফিল্ডিং দল খেলা বন্ধ হয়েছে বলে ধরে নিয়েছিল। আইপিএলের প্লেয়িং কন্ডিশনের ধারা ৩৭.৪ অনুসারে বলা হয়, ‘বল খেলার মধ্যে থাকাকালীন, কোনও ব্যাটসম্যান যদি ফিল্ডারের সম্মতি ছাড়া ব্যাট বা শরীরের কোনও অংশ ব্যবহার করে বল ফিল্ডারের কাছে ফেরত পাঠায়, তাহলে তাকে ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট ধরা হবে।’
আরও পড়ুন … ভারতের T20I দলে ফিরবেন কেএল রাহুল.. গম্ভীর-আগরকরকে বিশেষ পরামর্শ দিলেন পিটারসেন
এটাই প্রথমবার নয় যে কোহলি এমন একটি পরিস্থিতিতে রক্ষা পেলেন। চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যাট করার সময় তিনি বল থামিয়ে দেন, তখনও কমেন্টেটর সুনীল গাভাসকর মন্তব্য করেছিলেন, ‘ভাগ্য ভালো কেউ আবেদন করেনি।’
শেষ পর্যন্ত কোহলি অর্ধশতক পূর্ণ করেন এবং ক্রুণাল পান্ডিয়ার সঙ্গে ১১৯ রানের একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলেন। ক্রুণাল তার অপরাজিত ৭৩ রান করেন মাত্র ৪৭ বলে, যেখানে তিনি পাঁচটি চার এবং চারটি ছক্কা হাঁকান। রয়্য়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন টেবিলের শীর্ষে রয়েছে এবং প্লে-অফের আগে তাদের জয়ী মোমেন্টাম ধরে রাখতে মরিয়া।