৩০শে এপ্রিল। দিঘাতে উদ্বোধন করা হবে জগন্নাথধাম। একেবারে মহা ধূমধাম। সেজে উঠেছে দিঘা শহর। ভেসে আসছে মন্ত্রোচ্চারণের শব্দ। ইতিমধ্য়েই বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দিঘাতে চলে গিয়েছেন। তিনি সব কাজ খতিয়ে দেখেন। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে আমন্ত্রণপত্র পাওয়ার পরেও তিনি নানা ধরনের প্রশ্ন তুলতে শুরু করেছেন।
এবার সেই ৩০শে এপ্রিলই বড় কর্মসূচি ঘোষণা করে দিলেন শুভেন্দু।
এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, 'পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী, আগামী ৩০শে এপ্রিল, ২০২৫, অক্ষয় তৃতীয়ার শুভ দিনে, আমরা মুর্শিদাবাদ জেলার জেহাদিদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হিন্দু মন্দিরগুলির পুনর্নির্মাণ ও সংস্কার প্রক্রিয়া শুরু করব। বর্তমানে এই মন্দিরগুলি জেহাদিদের ঘৃণ্য, নিন্দনীয় এবং বর্বরোচিত আক্রমণের চিহ্ন বহন করছে।
সমস্ত সনাতনী ধর্মীয় আচার-অনুষ্ঠান যথাযথভাবে পালন করে শুদ্ধিকরণ’ এবং সংস্কার প্রক্রিয়া করা হবে।
হিন্দু-বিরোধী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাছ থেকে কোনো আর্থিক সাহায্য গ্রহণ করা হবে না। আমি পুনরায় বলছি, সমস্ত খরচ হিন্দুরা নিজেরাই বহন করবে।
মুর্শিদাবাদের হিন্দুদের তাঁদের গ্রামের ও পাড়ার মন্দিরে পুজো করার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। এই মন্দিরগুলি আমাদের তীর্থস্থানের মতোই গুরুত্বপূর্ণ।' লিখেছেন শুভেন্দু।
৩০শে এপ্রিল যেদিন দিঘাতে জগন্নাথ ধামের উদ্বোধন করা হবে সেদিনই শুভেন্দুর এই কর্মসূচি।
শুভেন্দু ভিডিয়ো বার্তায় বলেন, অক্ষয় তৃতীয়ার পূণ্য লগ্নে আপনাদের সনাতনী অভিনন্দন। আপনারা জানেন গত ১১ ও ১২ এপ্রিল মুর্শিদাবাদ জেলার সামসেরগঞ্জ ও ধুলিয়ান এলাকায় বিস্তীর্ন এলাকাজুড়ে হিন্দুদের সংখ্য়া শূন্য় করার জন্য় জেহাদি, সন্ত্রাসী ও শাসকদল তৃণমূলের মদতপুষ্ঠ রাষ্ট্রবিরোধী শক্তি হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছিল। মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য় অর্থ তুলে দেওয়া হয়েছে। ৩০ তারিখ সকাল ১০টার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সঙ্গে সনাতনী প্রথা অনুসারে শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হবে। বিশ্বের যে যেখানে হিন্দুরা আছেন, বাংলা ভাষা বুঝতে পারেন তাদের কাছে একটাই আবেদন এই ৯টি মন্দির শুদ্ধিকরণের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ জঙ্গিদের হাতে, পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন। বলেন শুভেন্দু অধিকারী।
অর্থাৎ যেদিন জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন বাংলার মুখ্য়মন্ত্রী সেদিনই মন্দির সংস্কারের কাজে হাত দেওয়া হবে। আর সেই কাজের জন্য বেছে নেওয়া হল সেই ৩০শে এপ্রিল দিনটাকেই।