ভূ-স্বর্গের নৈসর্গিক সৌন্দর্যের টানেই বারবার কাশ্মীরে ছুটে গিয়েছেন পর্যটকরা। প্রতিবছরই প্রায় লক্ষ লক্ষ পর্যটক সেখানে ভিড় জমান। তবে ২২ এপ্রিল, ভয়াবহ জঙ্গি হামলার পর এই মুহূর্তে ভূ-স্বর্গেের ছবিটা সম্পূর্ণ বদলে গিয়েছে। খুব স্বাভাবিক ভাবেই জঙ্গি হামলার পর এই ভরা মরসুমেও এখন কাশ্মীর খাঁ খাঁ করছে। আতঙ্কে এই মুহূর্তে সেখানে যাওয়ার কথা হয়ত অনেকে ভাবতেই পারছেন না। যাঁরা সেখানে ছিলেন তাঁরাও ফিরে এসেছেন যে যার নিজের জায়গায়। তবে এবার এই পরিস্থিতিতেও উল্টোটাই করলেন অভিনেতা অতুল কুলকার্নি।
জঙ্গি হামলার পরও এই মুহূর্তে কাশ্মীরের পহেলগাঁও-তে রয়েছেন অতুল। হ্য়াঁ, ঠিকই শুনছেন। সেখানে পাহাড়, নদী ঘেরা প্রকৃতির কোলে দাঁড়িয়েই সকলকে ফের কাশ্মীরে বেড়াতে যাওয়ার আহ্বান করলেন জাতীয় পুরস্কার জয়ী এই অভিনেতা। তাঁর বার্তা, ‘কাশ্মীর আমাদের, এটা আমার দেশ, আমাদের এখানে আসতেই হবে।’
সোশ্যাল মিডিয়ায় কাশ্মীরে বসেই একাধিক ছবি পোস্ট করেছেন অতুল। একটি পোস্টে তিনি লিখেছেন, ‘এটা হিন্দুস্তানের সম্পত্তি। ভয়ের চেয়ে সাহস অনেক বড়/এটা হিন্দুস্তানের সম্পত্তি, ঘৃণা ভালোবাসার কাছে হেয়ে যায়, চলো কাশ্মীর যাই।/ চলো সিন্ধু আর ঝিলামের তীরে যাই। আমি এসেছি, তুমিও আসতে পারো।’
নিজের ইনস্টাস্টোরিতেও মুম্বই থেকে কাশ্মীরগামী ফাঁকা বিমানে ছবি পোস্ট করে অতুল কুলকার্নি লেখেন, ‘এই আসনগুলিকে আবারও ভরিয়ে তুলতে হবে, নচেৎ সন্ত্রাসবাদ জিতে যাবে।’



কাশ্মীরে বসেই ANI-এর সঙ্গে কথা বলার সময়, ‘রঙ দে বসন্তী অভিনেতা বলেছেন যে তিনি দেশবাসীর কাছে একটি শক্তিশালী বার্তা পাঠানোর জন্যই কাশ্মীর বেড়াতে এসেছে। তাই মানুষকে বলতে চান, কাশ্মীরে আসতে পর্যটকরা যাতে ভয় না পান। অতুল কুলকার্নির কথায়, ২২শে এপ্রিলের ঘটনার পর পুরো দেশবাসীর মন খারাপ... আমি সংবাদমাধ্যমে পড়েছি যে এখানে ৯০% বুকিং বাতিল করা হয়েছে। সন্ত্রাসীরা যে বার্তা দিতে চাইছিল, তা হল যেন কাশ্মীরে কেউ না আসে। তবে এটা হবে না। এটা আমাদের কাশ্মীর, আমাদের দেশ, এবং আমরা এখানে আসব। সন্ত্রাসীদের মতাদর্শের প্রতি আমাদের এই উত্তরই দেওয়া উচিত। আমি মুম্বইতে থেকে এই বার্তা দিতে পারিনি, তাই আমি এখানে এসেছি। যদি আমি আসতে পারি, তাহলে দেশের বাকি লোকজনও এখানে আসতে পারবেন... আমাদের এখানে আসা উচিত এবং ভয় পাওয়া উচিত নয়।'
এদিকে, রবিবার সকালে, অতুল কুলকার্নি পহেলগাঁও থেকে একটি ছবি শেয়ার করেছেন, যেখানে সাধারণত পর্যটকদের ভিড় থাকে। তবে এই মুহূর্তে তাঁর পিছনে খুব কম পর্যটককেই দেখা যাচ্ছে। এই পোস্টের ক্যাপশনে তাঁর বার্তাটি স্পষ্ট - ‘কাশ্মীর আবার পর্যটকে ভরে যাওয়া দরকার’।