পহেলগাঁওতে নীরিহ ভারতীয়দের নির্মমভাবে হত্যা করেছে জঙ্গিরা। কোনও কারণ ছাড়াই অযথা সাধারণ মানুষকে হত্যা করেছে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা। মোট ২৬জন নিহত হন সেই জঙ্গি হামলায়। কাশ্মীরে সাম্প্রতিক সময়ের সব থেকে বড় জঙ্গি হামলা এটি, এরপর থেকেই পাকিস্তানের সঙ্গে সবরকমের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।
ভারতের তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সিন্ধু জলবন্টন চুক্তি রদ করার। এছাড়াও খেলার মাঠের ক্ষেত্রেও পাকিস্তানিদের ভারতে ব্যানের সিদ্ধান্ত বহাল থেকেছে। এছাড়াও কোনও ক্রিকেট প্রতিযোগিতাতেও আর পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে থাকতে চাইছে না ভারত, সেই মর্মে ইতিমধ্যেই আইসিসিকে জানিয়েছে বোর্ড।
এবার ভারতীয় ভলিবল দলও আসন্ন সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ থেকে নাম প্রত্যাহার করে নিল, কদিন আগেই সেই প্রতিযোগিতার খেলার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। কিন্তু কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলার পর আর সেদেশে খেলতে যেতে ইচ্ছুক নয় ভারতীয় ভলিবল দল। প্রাথমিকভাবে ভারতীয় ভলিবল ফেডারেশনের পক্ষ থেকে পাকিস্তানের ভলিবল ফেডারেশনের কাছে ৩০ সদস্যের দলের তালিকা চলে গেছিল। সেই তালিকায় মোট ২২জন খেলোয়াড় ও ৮জন সাপোর্টস স্টাফ ছিলেন। কিন্তু এবার ভারতীয় ভলিবল সংস্থা সিদ্ধান্ত নিল, ইসলামাবাদে আয়োজিত হতে চলা সেন্ট্রাল এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপে ভারত অংশ নেবে না।
জানা গেছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তরফেই এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহারের আবেদন জানানো হয়েছিল ফেডারেশনের কাছে। মে মাসের ২৮ তারিখ থেকে ৪ঠা জুনের মধ্যে ইসলামাবাদের লিয়াকত জিমনাসিয়ামে ইরান,পাকিস্তানসহ সেন্ট্রাল এশিয়ার আরও কয়েকটি দেশ নিয়ে এই প্রতিযোগিতা হওয়ার কথা। এর আগে ২০২৪ সালেও পাকিস্তান সফলভাবে এই প্রতিযোগিতা হোস্ট করেছিল।
জানা যাচ্ছে, ভারত নাম প্রত্যাহার নিলেও বাকি চার দল নিয়েই হবে এই প্রতিযোগিতা। গতবার তুর্কমেনিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাক দল। এর আগে পাকিস্তান সুপার লিগের ম্যাচও ভারতে দেখানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর পিএসএলের সম্প্রচারকারী সংস্থার হয়ে কাজ করা ভারতীয়দের দ্রুত দেশের ফিরতে নির্দেশ দেওয়া হয়। এই আবহেই এবার ভলিবল ফেডারেশন বড় সিদ্ধান্ত নেওয়ায় এখন সবার চোখ রয়েছে বিসিসিআইয়ের ওপর।
কারণ এশিয়া কাপে ভারত এবং পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়। কিন্তু ভারত কি কাশ্মীরে জঙ্গি হামলার পর ফের একবার পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গেই ম্যাচ খেলতে রাজি হবে এশিয়ান সার্কিটের প্রতিযোগিতায়? কারণ আইসিসির ইভেন্টে দুই দলকে একই গ্রুপে না রাখা নিয়ে ইতিমধ্যেই আইসিসির কাছে আবেদন জানিয়েছে ভারতীয় বোর্ড, সূত্রের খবর তেমনটাই।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।