প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। আজ (সোমবার - ২৮ এপ্রিল, ২০২৫) তাঁদের মধ্যে এই সাক্ষাৎ হয়। রুদ্ধদ্বার বৈঠক চলে প্রায় ৪০ মিনিট ধরে।
সংবাদমাধ্যমে উঠে আসা তথ্য অনুসারে, গত ২২ এপ্রিল, পহেলগাঁওয়ে জঙ্গিহামলা ও হত্যালীলার পর এদিনের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্রের দাবি, বর্তমানে কাশ্মীর উপত্যকার সংশ্লিষ্ট এলাকায় যে নিবিড় নিরাপত্তা অভিযান চালানো হচ্ছে, সেই সংক্রান্ত সমস্ত তথ্য প্রধানমন্ত্রীকে দিতেই তাঁর কাছে পৌঁছে গিয়েছিলেন প্রতিরক্ষা মন্ত্রী।
সংশ্লিষ্ট মহল উদ্ধৃত করে, সংবাদমাধ্যমের একটি অংশ দাবি করছে, এদিনের এই বৈঠকের আলোচনার উপর নির্ভর করেও আগামীতে একাধিক পদক্ষেপ করা হতে পারে।
খবরে প্রকাশ, এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার আগেই সাউথ ব্লকে যান রাজনাথ সিং। সেখানে সেনাপ্রধানের সঙ্গে কথা হয় তাঁর। বর্তমানে কাশ্মীরের পরিস্থিতি কেমন, বিশেষ করে পহেলগাঁও এখন কেমন রয়েছে, সেখানকার নিরাপত্তাব্যবস্থা কী অবস্থায় রয়েছে, এই সমস্ত কিছু সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রীকে অবগত করেন সেনাপ্রধান। এই বৈঠকে পাওয়া বিস্তারিত তথ্যই প্রতিরক্ষা মন্ত্রী প্রধানমন্ত্রীকে এদিন দিয়েছেন বলে মনে করা হচ্ছে।