কলিঙ্গ স্টেডিয়ামে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরল ব্লাস্টার্সকে হারিয়ে এসেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক বিদেশি নিয়ে দল সাজিয়ে, অধিকাংশ জুনিয়র অনামী ফুটবলারদের সুযোগ দেওয়ার পরেও নোয়াহ, জিমেনেজ, পাপরাহ সমন্বিত কেরলকে হারিয়েছে সবুজ মেরুন ব্রিগেড। সেই সঙ্গে সেমিফাইনালের টিকিটও হাতে পেয়ে গেছে বাস্তব রায়ের দল। সাহাল-আশিক-অভিষেক-সালাহউদ্দিনরা এদিন যে ফুটবলটা খেলেছেন, তাতে মোহনবাগান সমর্থকরা গর্ববোধ করতেই পারেন আর ভবিষ্যৎ নিয়েও নিশ্চিন্ত থাকতে পারেন। এই কেরলই কদিন আগে ২ গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল, আজ সেই দলকেই মাত্র ১ বিদেশি নিয়েই ল্যাজেগোবরে করে দিয়েছে বাগান ফুটবলাররা।
মোহনবাগান কখনও হারে নাঃ দিপক
অধিনায়ক হিসেবে সুপার কাপে নিজের প্রথম ম্যাচে জয়ের পর দীপক টাংরি বললেন, ‘ ভালো লাগছে, সবাই ১০০ শতাংশ দিয়েছে। যেরকমভাবে আমাদের কথা হয়েছিল, ছেলেরা সেভাবেই নিজের সেরাটা দিতে পেরেছে। আর মোহনবাগান কখনও হারে না, সব সময়ই জিততে চেষ্টা করে। ম্যাচ ডে-তে নির্ভর করে যে কে কিরকম পারফর্ম করে। আমাদের যে এএফসির স্পট ছিল,সেটা আমরা আগেই পেয়ে গেছিলাম। তাই এই ম্যাচে জুনিয়রদের সুযোগ ছিল নিজেদের লাইমলাইটে আনার আর প্রমাণ করার। সেই সুযোগই ওরা পেয়েছে আর কাজে লাগিয়েছে।’
সালাহর প্রশংসায় অধিনায়ক
এদিনের ম্যাচে ডানপ্রান্ত থেকে দুরন্ত ফুটবল খেলেন ডেভেলপমেন্ট লিগ থেকে উঠে আসা ফুটবলার সালাহ। তিনিই আজকের ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন। প্রথম গোলের ক্ষেত্রে তাঁর অবদান ছিল। নিজেও একটা গোল করতে পারতেন, কিন্তু সচিন তা সেভ দিয়ে দেন। তাঁর খেলায় উচ্ছসিত বাগান অধিনায়ক দীপক টাংরি। তিনি বললেন, ‘ ভালো খেলেছে, আরও সুযোগ পেলে ওর খেলা আরও খুলবে। সবে তো প্রথম ম্যাচ ছিল। ওর মধ্যে প্রতিভা রয়েছে কিছু করে দেখানোর। জুনিয়রদের কাছে সুযোগ রয়েছে ভালো খেলে দলে জায়গা করে নেওয়ার। সব ক্লাব এত বড় প্রতিযোগিতায় সুযোগ দেয় না এভাবে জুনিয়রদের খেলার। ওরা সেই সুযোগটা পেয়েছে আর কাজে লাগিয়েছে। ’
সমর্থকদের সেমিতেও মাঠে আসার আর্জি
মোহনবাগানের সমর্থকরা কিন্তু নিরাশ করেননি ফুটবলারদের। এমন জুনিয়র দলকে সমর্থন করতেও তাঁরা কলিঙ্গে পৌঁছে গেছিলেন। সেই নিয়েও বাগান অধিনায়ক দীপক টাংরি প্রশংসায় ভরিয়ে দিলেন বাগান সমর্থকদের। তিনি বললেন, ‘মোহনবাগানের খেলা দেশের বা বিশ্বের যেখানেই হোক না কেন, সমর্থকরা সব সময়ই খেলা দেখতে আসে। আজকেও এসেছে। পরের ম্যাচেও আসো খেলা দেখতে, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব, আর দলকে জেতাতে চাইব ’।