ইংলিশ প্রিমিয়র লিগ ২০২৪-২৫ জয়ের সন্ধিক্ষণে দাঁড়িয়ে লিভারপুল। রবিবারই তাঁরা লিগ খেতাব পকেটে পুড়ে ফেলতে পারে। অ্যানফিল্ডে নিজেদের ঘরের মাঠে তাঁরা খেলতে নামবে টটেনহ্যাম হটস্পার্সের বিরুদ্ধে। সেই ম্যাচেই তাঁরা নিজেদের ক্লাবের ফুটবল ইতিহাসে দ্বিতীয়বার ইপিএল (English Premier League) খেতাব জিততে পারে। এর আগে ২০১৯-২০ মরশুমেও চ্যাম্পিয়ন হয় য়ুরগেন ক্লপের লিভারপুল।
রবিবারই লিগ জয়ের সুযোগ Liverpool-র
আপাতত ইপিএলে ১২ পয়েন্টে এগিয়ে রয়েছে আর্নে স্লটের দল। আর্সেনালকে পিছনে ফেলে রবিবারই লিগ জেতার সুযোগ থাকছে তাঁদের কাছে, সেক্ষেত্রে টটেনহ্যামকে স্রেফ রুখে দিতে হবে তাঁদের। এমনকি ড্র করলেও তাঁরা আর্সেনালের ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন এবং লিগ জিতে নিতে পারবে উইকেন্ডেই, তাও আবার চার ম্যাচ বাকি থাকতেই।
ড্র করলেও চ্যাম্পিয়ন লিভারপুল
টটেনহ্যামের বিরুদ্ধে একটা ড্র করলেই লিভারপুলের হয়েন্ট দাঁড়াবে ৮০, সেক্ষেত্রে তাঁদের চার ম্যাচ বাকি থাকবে। এদিকে আর্সেনাল যেহেতু কদিন আগেই ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ২-২ গোলে ম্যাচ ড্র করেছে তাই তাঁদের পয়েন্ট রয়েছে ৬৭। ফলে গানার্সরা সর্বোচ্চ ৭৯ পয়েন্টে যেতে পারে, কিন্তু লিভারপুল যদি রবিবার এক পয়েন্টও তুলে নিতে পারে, তাহলে তাঁরা ৮০ পয়েন্টে পৌঁছে যাবে এবং খেতাব জিতে নেবে।
টটেনহ্যামের বিরুদ্ধে হারলে অপেক্ষা বাড়বে লিভারপুলের
টটেনহ্যাম হটস্পার্সের বিরুদ্ধে যদি মহম্মদ সালাহদের দল হেরেও যায়, তাহলেও লিগ খেতাব তাঁদের হাতের নাগালের মধ্যেই থাকবে, সেক্ষেত্রে চেলসি ম্যাচ পর্যন্ত তাঁদের অপেক্ষা করতে হবে। এদিকে তার আগে যদি আর্সেনাল আবার বোর্নেমাউথের বিপক্ষে পয়েন্ট নষ্ট করে ফেলে, তাহলে চেলসির বিরুদ্ধে নামার আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে লিভারপুল।
ঘরের মাঠে জিততে মরিয়া আর্নে স্লটের দল
ফলে কোনওরকম অঙ্কের দিকে না তালিকায় নিজেদের হোম ম্যাচে স্টেডিয়াম ভর্তি সমর্থকদের সামনে ট্রফি জিতে ফেলতে চাইছে রেডসরা। সাম্প্রতিক পরিসংখ্যানও তাঁদেরই পক্ষে কথা বলছে। হটস্পার্সের বিরুদ্ধে শেষ ১৫ ম্যাচেই অপরাজিত রয়েছে রেডসরা। এর মধ্যে ১১বারই জিতেছে লিভারপুল। শেষ তিন ম্যাচেও টটেনহ্যামের বিরুদ্ধে জিতেছে মহম্মদ সালাহরা। আর প্রত্যেকবারই কমপক্ষে চারটি করে গোল তাঁরা করেছেন।
এবারের ইংলিশ প্রিমিয়র লিগে টটেনহ্যাম হটস্পার্সের অবস্থা একেবারে শোচনীয়। এবারে পয়েন্ট তালিকায় তাঁদের স্থান ১৬ নম্বরে। ৩৩টি ম্যাচের মধ্যে এবারে মাত্র ১১টি জয় পেয়েছে টটেনহ্য়াম। লিভারপুলের বিরুদ্ধে শেষ ২৪টি সাক্ষাৎে মাত্র ২টি ম্যাচে জিতেছে স্পার্সরা। এমনকি শেষ ১৮টি ম্যাচে ক্লিনশিটও রাখতে পারেনি তাঁরা লিভারপুলের বিরুদ্ধে। ফলে রবিবারই যে ইপিএলের ট্রফির লড়াইয়ের নিষ্পত্তি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, তা বলাই বাহুল্য।