Super Cup MBSG vs KBFC Live - সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারাল সবুজ মেরুন শিবির। ম্যাচের সেরা হলেন সালাহউদ্দিন। বাগানের গোলদাতা সুহেল ভাট এবং সাহাল আবদুল সামাদ।
Super Cup MBSG vs KBFC Live- ফুলটাইম মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ১
আজকের মতো লাইভ ব্লগ এখানেই শেষ
Super Cup MBSG vs KBFC Live- ফুলটাইম মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ১
সুপার কাপের সেমিফাইনালে পৌঁছে গেল মোহনবাগান। কেরল ব্লাস্টার্সকে কলিঙ্গ সুপার কাপের কোয়ার্টার ফাইনালে ২-১ গোলে হারাল সবুজ মেরুন শিবির। ম্যাচের সেরা হলেন সালাহউদ্দিন। বাগানের গোলদাতা সুহেল ভাট এবং সাহাল আবদুল সামাদ।
Super Cup MBSG vs KBFC Live- ৯০ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ১
একটি গোলের ব্যবধান কমাল কেরল ব্লাস্টার্স, গোল করলেন শ্রীকুট্টান। ডানদিকে বক্সের ভিতর বল পেয়ে জোরালো শটে গোল করলেন তিনি। এরপর গ্লেন মার্টিন্সের শট বারে লেগে প্রতিহত হল
Super Cup MBSG vs KBFC Live- ৯০ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
পাপরাহর শট দুরন্ত সেভ দিলেন ধিরজ। এরপর গোল লাইন সেভ দিলেন ডিফেন্ডার আমনদীপ। মোহনবাগানের রক্ষণ থেকে গোলরক্ষক আজ লেটার মার্কস পেয়েই পাস করছে
Super Cup MBSG vs KBFC Live- ৮৫ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
ডানদিক থেকে কোয়েমা পাপরাহকে আটকালেন নুনো রেইস। এদিকে গোলের সামনে সহজ সুযোগ পেয়েও গোল করতে পারলেন না জিমেনেজ। বল ধিরজের দখলে।
Super Cup MBSG vs KBFC Live- ৮০ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
নোয়াহ সাদুইয়ের নেওয়া শট সেভ করে দিল ধিরজ
Super Cup MBSG vs KBFC Live- ৭০ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
মোহনবাগানের পরিবর্তন হয়েছে, সুহেল ভাট বেরিয়ে গেছেন। মাঠে এসেছেন গ্লেন মার্টিনস। কোয়েমা পাপরাহর শট বারের ওপর থেকে চলে গেল
Super Cup MBSG vs KBFC Live- ৬০ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
জিমেনেজ ভালো বল পেয়ে গেছিলেন টাংরির ভুলে, কিন্তু সঠিক সময় এগিয়ে গিয়ে বল সেভ দিলেন ধিরজ
Super Cup MBSG vs KBFC Live- ৫১ মিনিট- মোহনবাগান ২, কেরল ব্লাস্টার্স ০
দিপক টাংরির থেকে বামদিকে বল পান আশিক কুরুনিয়ান, বল নিয়ে বক্সে ঢুকে তিনি সুন্দর পাস বাড়ান সুহেল ভাটকে। ভালো পজিশন নেন সুহেল, হাল্কা টাচে তিনি বল জালে জড়িয়ে দেন, মোহনবাগান এগিয়ে যায় ২ গোলে
Super Cup MBSG vs KBFC Live- ফের গোল মোহনবাগানের
সুহেল ভাটের গোলে ২-০ এগিয়ে গেল মোহনবাগান
Super Cup MBSG vs KBFC Live- ৪৭ মিনিট- মোহনবাগান ১, কেরল ব্লাস্টার্স ০
শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মোহনবাগানের কাছে। সালাহ-র শট সেভ করলেন কেরলের গোলরক্ষক সচিন, সামনে সুহেল থাকলেও পাস না বাড়িয়ে সরাসরি শট নিলেন সালাহ
Super Cup MBSG vs KBFC Live- শুরু দ্বিতীয়ার্ধের খেলা
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
Super Cup MBSG vs KBFC Live- প্রথমার্ধে এগিয়ে মোহনবাগান
এদিকে ডানদিক থেকে জিমেনেজকে লক্ষ্য করে বাড়ানো বল দুরন্ত দক্ষতায় ধরলেন মোহনবাগান গোলরক্ষক ধিরজ।
Super Cup MBSG vs KBFC Live- ৪৫ মিনিট - মোহনবাগান ১, কেরল ব্লাস্টার্স ০
বাঁদিক থেকে আইমেন বল নিয়ে বক্সের ভিতর ঢুকে জোরালো শট করেছিলেন, কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হল একটুর জন্য।
Super Cup MBSG vs KBFC Live- ৪০ মিনিট - মোহনবাগান ১, কেরল ব্লাস্টার্স ০
মোহনবাগান রক্ষণে বিপদ তৈরি করছে কেরলের জিমেনেজ, দানিশরা। ধিরজ একবার প্রতিহত করলেন। এরপর দিপক টাংরি ক্লিয়ার করলেন। ডানদিক থেকে আইমেনের নেওয়া শট দুরন্ত দক্ষতায় সেভ করলেন ধীরজ। বল ডিপ হয়ে গোলে ঢুকে যাচ্ছিল। এরপর নোয়াহ প্রায় বল পেয়ে গেলেও সৌরভ ভানোয়াল ভালোভাবে তা সামাল দেন
Super Cup MBSG vs KBFC Live- ৩০ মিনিট - মোহনবাগান ১, কেরল ব্লাস্টার্স ০
দানিশের শট সৌরভ ভানোয়ালের পায় লেগে কর্নার হল। কেরল চাপ বাড়াচ্ছে, আপাতত ড্রিঙ্কস ব্রেক
Super Cup MBSG vs KBFC Live- ২৭ মিনিট - মোহনবাগান ১, কেরল ব্লাস্টার্স ০
ডানদিক থেকে সুহেল চেষ্টা করছিলেন বল নিয়ে ঢোকার। এদিকে পাল্টা আক্রমণে এসে নোয়াহ জোরালো শট নিলেন, কিন্তু বল সরাসরি ধিরজের তালুবন্দি হল
Super Cup MBSG vs KBFC Live - ১ গোলে এগিয়ে মোহনবাগান
পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠলেন সাহাল। খাতায় কলমে কিছুটা পিছিয়ে থেকে শুরু করেও কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে প্রথমে গোল করে এগিয়ে গেল মোহনবাগানই
Super Cup MBSG vs KBFC Live - গোল মোহনবাগানের
সাহালের গোলে এগিয়ে গেল মোহনবাগান। ডানপ্রান্ত থেকে বল কাট করে ঢুকে সাহালকে পাস বাড়ান সালাহ। বক্সের ভিতর এক ডিফেন্ডারকে কাঁধে নিয়েই বল রিসিভ করে, টার্ন করে ছোট্ট টোকায় গোলরক্ষককে পরাস্ত করে গোল করে যান সাহাল আবদুল সামাদ
Super Cup MBSG vs KBFC Live- ২০ মিনিট - মোহনবাগান ০, কেরল ব্লাস্টার্স ০
সাহাল কর্নার নিলেও তা ক্লিয়ার করেন কেরল ব্লাস্টার্সের জিমেনেজ। প্রথম ২০ মিনিটে কোনও দলই তেমন আক্রমণের সুযোগ তৈরি করতে পারেনি। মোহনবাগান সমানে সমানে পাল্লা দিয়েই খেলছে
Super Cup MBSG vs KBFC Live- ১০ মিনিট - মোহনবাগান ০, কেরল ব্লাস্টার্স ০
এখনও পর্যন্ত তেমন বিপদ তৈরি হয়নি, তবে মোহনবাগান ভালোই খেলছে। বামদিক থেকে আশিক কুরুনিয়ান এবং সুহেল ভাট দুবার আক্রমণ করার চেষ্টা করলেন। বল মাঝমাঠেই থাকছে বেশি
Super Cup MBSG vs KBFC Live- ৫ মিনিট - মোহনবাগান ০, কেরল ব্লাস্টার্স ০
কেরল ব্লাস্টার্সের আক্রমণ প্রতিহত করলেন নুনো রেইস, এরপর ধিরজও বল ধরলেন। এদিকে আশিক কুরুনিয়ানের হাল্কা চোট লাগে, আপাতত তিনি উঠে দাঁড়িয়েছেন
Super Cup MBSG vs KBFC Live- খেলা শুরু
প্রথমেই আক্রমণের চেষ্টা মোহনবাগানের
Super Cup MBSG vs KBFC Live- মাঠে দুই দল
মাঠে নেমে পড়়েছে দুই দল, বহুদিন পর এমন ম্যাচ দেখা যাবে যেখানে মোহনবাগান দলে ১০ ভারতীয় ফুটবলার খেলবে, মাত্র ১ বিদেশি
Super Cup MBSG vs KBFC Live- মোহনবাগানের আক্রমণে দুই তরুণ
মোহনবাগানের স্ট্রাইকার পজিশনে খেলবেন সুহেল, পিছনে সালাহ। নোয়াহদের বিদেশি অ্যাটাক বনাম ভারতীয় অ্যাটাকের লড়াই দেখা যাবে
Super Cup MBSG vs KBFC Live- ম্যাচ খেলতে কলিঙ্গে মোহনবাগান
Super Cup MBSG vs KBFC Live- মোহনবাগানের দল
Super Cup QF MBSG vs KBFC Live- কেরলের প্রথম একাদশ
সচিন (গোলরক্ষক), হোরমিপাম, ভিবিন, জিমেনেজ, দানিশ, দ্রিনচিচ, আইমেন, বিকাশ, নাওচা, নোয়াহ , দুসান লাগাতোর
Super Cup QF MBSG vs KBFC Live- মোহনবাগানের প্রথম একাদশ
ধিরজ (গোলরক্ষক), নুনো রেইস, অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, আশিক কুরুনিয়ান, দীপক টাংরি, দীপেন্দু বিশ্বাস, আমনদীপ, সৌরভ ভানোয়াল, সালাহউদ্দিন, সুহেল ভাট
Super Cup QF MBSG vs KBFC Live- একঝলকে মোহনবাগানের স্কোয়াড
মোহনবাগানের স্কোয়াড- রাজ বাসফোর, নুনো রেইস, ধীরজ সিং (গোলরক্ষক), অভিষেক সূর্যবংশী, সাহাল আবদুল সামাদ, দীপক টাংরি(অধিনায়ক), আশিক কুরুনিয়ান, দীপেন্দু বিশ্বাস, আর্শ আনোয়ার শেখ, গ্লেন মার্টিন্স, আমনদীপ, শিবম মুন্ডা, টাইসন সিং, সন্দীপ মালিক, লিয়ন কাস্টানহা, সৌরভ ভানওয়ালা, সিবাজিত সিং, সুহেল ভাট, সালাহউদ্দিন, উমর মুখতার, পাসাং দর্জি তামাং, রবি বাহাদুর রানা, সের্টো কম, প্রিয়াংশ দুবে এবং থুমসন টংসিন। ছবি - মোহনবাগান সুপার জায়ান্ট এক্স
Super Cup QF MBSG vs KBFC Live- একটু পরই শুরু ম্যাচ
একটু পরেই সুপার কাপের কোয়ার্টার ফাইনালে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট, তাঁদের প্রতিপক্ষ শক্তিশালী কেরল ব্লাস্টার্স দল। আইএসএলে কেরলের থেকে ধারে ভারে অনেকটা এগিয়ে থাকলেও সুপার কাপে যেহেতু মোহনবাগান ম্যানেজমেন্ট তাঁদের পূর্ণ শক্তির দল নামায়নি, তাই নোয়াহ সাদুইদের দলই অ্যাডভান্টেজ জায়গায় রয়েছে বলে মনে করা হচ্ছে
Super Cup MBSG vs KBFC Live- ম্যাচের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত
ম্যাচের লাইভ ব্লগে চোখ রাখুন, খেলা শুরু বিকেল ৪.৩০টেয়
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।