ইউটিউবার এবং পডকাস্টার রণবীর আল্লাহবাদিয়ার জন্য অবশেষে এল বড় স্বস্তির খবর। এবার রণবীরের পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। কয়েক মাস আগে, কমেডিয়ান সময় রায়নার ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোতে বিতর্কিত মন্তব্যের পর রণবীর আল্লাহাবাদিয়ার দেশের বাইরে যাওয়া নিষেধ ছিল। আর সেকারণেই এতদিন পুলিশের কাছে জমা ছিল রণবীরের পাসপোর্ট।
পাসপোর্ট ফেরত পেতে এবার মহারাষ্ট্র সাইবার ক্রাইম ব্যুরোর কাছে আবেদন করার অনুমতি পেয়েছেন রণবীর। তাঁকে এই অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। আর পাসপোর্ট ফেরত পেলেই আল্লাহাবাদিয়া দেশের বাইরে যেতে পারবেন।
PTI-র প্রতিবেদন অনুযায়ী, বিচারপতি সূর্যকান্ত এবং এন কোটিশ্বর সিং-এর বেঞ্চ কর্তৃক প্রদত্ত এই রায় অসম এবং মহারাষ্ট্র সরকারকে জানানো হয়েছে। জানানো হয় যে ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট সংক্রান্ত মামলায় রণবীরের বিরুদ্ধে তদন্ত সম্পূর্ণ হয়েছে।
রণবীরের জন্য আরও একটা স্বস্তির খবর যে, সুপ্রিম কোর্ট আল্লাহাবাদিয়ার আইনজীবী অভিনব চন্দ্রচূড়কে বলেছে যে রায়নার শোতে তাঁর মন্তব্য নিয়ে ইউটিউবারের বিরুদ্ধে দায়ের করা একাধিক FIR একত্রিত করার অনুরোধ পরবর্তী শুনানিতে বিবেচনা করা হবে।
এদিকে এই একই শুনানিতে, প্রতিবন্ধী ব্যক্তিদের উপহাস করে সময় রায়নার কোনও মন্তব্যের বিরুদ্ধে নতুন একটি আবেদন পরবর্তী সোমবার SMA Cure Foundation-এর পক্ষ থেকে দায়ের করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবেদনটি পরবর্তী সোমবার, ৫ই মে শুনবে শীর্ষ আদালত।
গত ১৮ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট কমেডিয়ান সময় রায়নার জনপ্রিয় ইউটিউব শো ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট-এ তাঁর অশ্লীল মন্তব্য়ের জন্য রণবীর আল্লাহাবাদিয়াকে তিরস্কার করেছিল এবং তাঁর বিদেশ ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছিল। সেই শুনানিতে তাঁকে তাঁর পডকাস্টের কোনও নতুন পর্ব স্ট্রিমিং না করার নির্দেশ দেওয়া হয়েছিল।
আল্লাহাবাদিয়া বাবা-মা-র যৌনতা নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। আর এই বিতর্ক আইনি লড়াইয়ে পরিণত হয় এবং বির্তকিত এই শো বন্ধ হয়ে যায়। এরপর ৩ মার্চ মামলার শুনানিতে, সুপ্রিম কোর্ট আল্লাহাবাদিয়াকে ‘নীতি ও শালীনতা’ বজায় রেখে তাঁর পডকাস্ট ‘দ্য রণবীর শো’ চালিয়ে যাওয়ার অনুমতি দেন।
আল্লাহাবাদিয়ার পাশাপাশি, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট-এর বিতর্কিত পর্বে অন্যান্য প্যানেলিস্টদের বিরুদ্ধেও FIR দায়ের করা হয়েছিল - যার মধ্যে রয়েছেন কমেডিয়ান সময় রায়না, জসপ্রীত সিং, ইউটিউবার আশিস চাঁচলানী এবং কন্টেন্ট ক্রিয়েটর অপূর্ব মখিজা।
-