হাতে আর মাত্র কয়েকটা দিন, খুব শীঘ্রই মুক্তি পাচ্ছে উইনডোজ প্রোডাকশনের নতুন বাংলা ছবি 'আমার বস'। সদ্য মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। এদিকে ছবি মুক্তির আগে আরও একবার কলকাতায় হাজির হয়েছেন কিংবদন্তি রাখি। আর কলকাতায় এসে রবিবারই শ্রুতি, শ্রাবন্তী শিবপ্রসাদদের সঙ্গে ভিক্টোরিয়া থেকে লেক মার্কেট ঘুরে বেড়ালেন বর্ষীয়ান এই অভিনেত্রী।
কখনও ভিক্টোরিয়ার সামনে সহকর্মীদের সঙ্গে ফুচকা খেলেন, কখনও আবার তিনি লেক মার্কেটের রাস্তার মোড়ে বসে দিলেন মাটির ভাঁড়ের চায়ে চুমুক। তাঁদের সেই আড্ডার নানান মুহূর্ত উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়।
এখানেই শেষ নয়, এদিন সহকর্মী, কন্যাসম শ্রুতি দাসের নতুন নামকরণও করে ফেলেন রাখি গুলজার। সেই সুন্দর, আবেগঘন মুহূর্তটিই সকলের সঙ্গে ভাগ করে নিতে ভোলেননি শ্রুতি। রাখি তাঁর নাম দেন ‘কালোকেশী’।
শ্রুতির পোস্ট করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে, তিনি বর্ষীয়ান অভিনেত্রীকে বলছেন, ‘আমারও নতুন নাম দাও ’। এর উত্তরের শুরুতে রাখি গুলজার ঠিক কী বলেন তা স্পষ্ট নয়। তবে শ্রুতি ফের বলেন, ‘কী করি বলোতো? চুল আছে বড়, আর কোনও স্পেশালিটি নেই।’ এরপরই শ্রুতির পা পর্যন্ত লম্বা, ঘন কালো চুল দেখে রাখি তাঁর নাম দেন 'কালোকেশী'। শ্রুতির এই ভিডিয়োতে তাঁর অভিব্যক্তিতেই স্পষ্ট যে তিনি কিংবদন্তির কাছ থেকে এমন নাম পেয়ে অভিভূত।
ভিডিয়োটি পোস্ট করে শ্রুতি দাস লেখেন, ‘মহালয়ায় মা কালীর চরিত্র প্রাপ্তি হয় প্রতিবার। এইবার হলো আর এক প্রাপ্তি। মা-কে ভেবেই আমার এমন নামকরণ করলেন স্বয়ং রাখী গুলজার। উনি তো জানেন না,আমার কালিকার চরিত্রে বেশ কয়েকবার কাজ করার সৌভাগ্য হয়েছে! কিন্তু ঈশ্বরের ম্যাজিক দেখুন,উনি বারবার আমাদের উপলব্ধি করান, ‘আমি আছি’।
এদিন রাখি গুলজারের কাছ থেকে পাওয়া ভালোবাসা, আদর, ও তাঁর মতো গুণী অভিনেত্রীর সান্নিধ্য পেয়ে আবেগতাড়িত হয়ে পড়েন 'আমার বস' ছবির ‘অদিতি’। রাখি গুলজারের সঙ্গে ভালোবাসা মাখা সেইসব মুহূর্ত পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘ভগবান বা বিশ্বব্রহ্মাণ্ডের কাছে নিজের জন্য কিছু চাইনি কখনও। সবসময় বলি,আমি যেটা deserve করি সেটুকুই যেন পাই। ধন্যবাদ,আমি উপহার গ্রহণ করলাম। রোজ করবো। বারবার করবো।’
প্রসঙ্গত, ২০২২-এর মহালয়া দশমহাবিদ্যার নানান রূপের মধ্যে কালী রূপে দেখা গিয়েছিল শ্রুতি দাসকে। হ্য়াঁ, সেবার কালী সেজেছিলেন ‘কৃষ্ণ সুন্দরী’ শ্রুতি। তবে শুধু মহালয়াতেই নয়, আরও বেশকয়েকবার মা কালীর বেশে সেজে ওঠার তাঁর সৌভাগ্য হয়েছেন বলে জানিয়েছেন শ্রুতি।