কোটলায় দিল্লি ক্যাপিটালস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যে একটি হাড্ডাহাড্ডি ম্যাচ আশা করা হয়েছিল। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে দুই দলের মধ্যে শেষ লড়াইয়ে কেএল রাহুল যেরকম দুরন্ত ইনিংস খেলেছিলেন, রবিবার (২৭ এপ্রিল) বিরাট কোহলিও তেমন কিছু করতে পারেন বলে প্রত্যাশাও ছিল। কোহলি হাফসেঞ্চুরি হাঁকান ঠিকই, তবে রাহুলের মতো দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। তবে যেটা ঘটল, সেটা হল ম্যাচ চলাকালীন হঠাৎ করেই টিম ইন্ডিয়ার এই দুই তারকার মধ্যে তীব্র তর্ক শুরু হয়ে যায়। আর ম্যাচের মাঝেই টিম ইন্ডিয়ার দুই তারকা প্লেয়ারের উত্তপ্ত কথোপকথন দেখে সকলে বেশ চমকেই যায়। ঠিক কী ঘটেছিল দুই তারকার মধ্যে?
রবিবারের টস হেরে দিল্লি প্রথমে ব্যাট করতে নেমে ১৬২ রান করেছিল। জবাবে রান তাড়া করতে নেমে বেঙ্গালুরু দ্রুত গতিতে পরপর ৩ উইকেট হারায়, এর পর বিরাট কোহলি এবং ক্রুনাল পান্ডিয়া মিলে দলের হাল ধরেন। কোহলি-ক্রুনাল জুটি সেঞ্চুরিও করে ফেলে এবং দলকে জয়ের লক্ষ্যে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু বেঙ্গালুরু তাদের লক্ষ্যে পৌঁছানোর আগেই, হঠাৎ কোহলি এবং রাহুলের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। দুই তারকাই বেশ উত্তেজিত হয়ে পড়েছিলেন।
আরও পড়ুন: LSG-এর বিরুদ্ধে বিধ্বংসী বুমরাহ, নিলেন ৪ উইকেট, মালিঙ্গার রেকর্ড গুঁড়িয়ে IPL-এ ইতিহাস MI তারকার
ম্যাচ চলাকালীন হঠাৎ-ই কোহলি-রাহুলের ঝামেলা
একেই রান তাড়া করার চাপ ছিল বিরাট কোহলির ঘাড়ে। সেই পরিস্থিতিতে আরসিবি ইনিংসের মাঝামাঝি সময়ে কোনও একটি ওভার শেষ হওয়ার পরে কোহলি এবং রাহুলের মধ্যে ঝামেলাটা হয়। সম্প্রচারকারীদের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, রাহুলের সঙ্গে কোহলিকে রাগান্বিত হয়ে কথা বলতে। কোহলি যখন নতুন ওভারের জন্য স্ট্রাইকে আসেন, সেই সময়ে ওভার শুরু হওয়ার ঠির আগে, তিনি সরাসরি দিল্লির উইকেটরক্ষক রাহুলের কাছে যান এবং খেপে গিয়ে তাঁকে কিছু জিজ্ঞেস করতে থাকেন। রাহুল এর উত্তর দেন এবং পরবর্তী কয়েক সেকেন্ডের জন্য দু'জনের মধ্যে উত্তপ্ত তর্ক শুরু হয়। এই বিতর্কটি কী নিয়ে ছিল, তা স্পষ্ট হয়নি। তবে এই সময়ে আম্পায়ারের সিদ্ধান্তের কথা অবশ্যই উল্লেখ করা হয়েছিল। যাইহোক, এর পরে খেলাটি আবার শুরু হয় এবং পরে এই নিয়ে আর কোনও ঝামেলা হয়নি।
আরও পড়ুন: IPL 2025-এ বল হাতে সেঞ্চুরি করে তাক লাগালেন হেজেলউড, DC-র বিরুদ্ধে ম্যাচে প্রথম নো-বল হল RCB-র তরফে
রাহুলকে নকল করেন কোহলি
ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই, সকলে হতবাক হয়ে গিয়েছেন। কারণ কোহলি এবং রাহুল খুব ভালো বন্ধু এবং প্রায়শই একে অপরকে প্রশংসায় ভরিয়ে দেন। তবে, ম্যাচ শেষ হওয়ার পর কোহলি এবং রাহুলের মধ্যে ঝামেলার কোনও রেশ ছিল না। দু'জনেই হালকা মেজাজে আড্ডা দেন।
আরও একটি ভিডিয়ো প্রকাশ্য এসেছে, যেখানে দেখা গিয়েছে, চিন্নস্বামী স্টেডিয়ামে আরসিবি-কে হারানোর পরে যেভাবে সেলিব্রেশন করেছিলেন দিল্লি ক্যাপিটালসের তারকা কেএল রাহুল, রবিবার কোটলায় দিল্লিকে হারিয়ে ঠিক সেই ভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন বিরাট কোহলি। তবে একেবারেই আগ্রাসী ভাবে সেই সেলিব্রেশন করেননি আরসিবি তারকা। বরং হাসিমুখে রাহুলের সামনেই তাঁর সেলিব্রেশনের নকল করেন কোহলি। আর তার পর হাসতে হাসতেই রাহুলকে তিনি জড়িয়ে ধরেন।আর এই হাসি-মজার মধ্যে দিয়েই তাদের ঝামেলার পর্বও মিটে যায়।
দিল্লিকে হারিয়ে পয়েন্ট টেবলের শীর্ষে উঠল আরসিবি
এদিন দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ জেতার সঙ্গে সঙ্গে ফের আরসিবি আইপিএল পয়েন্ট টেবলের শীর্ষে উঠে এল। ১০ ম্যাচে তাদের এখন ১৪ পয়েন্ট। কার্যত আইপিএলের প্লে-অফ পাকাই করে ফেলেছে বেঙ্গালুরুর দল। এদিকে কোহলিরা শীর্ষে ওঠায়, দুইয়ে নেমে গিয়েছে গুজরাট টাইটান্স। আরসিবি-র কাছে হেরে আবার বড় ধাক্কা খেয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা দুই নম্বর থেকে সোজা নেমে গিয়েছে চার নম্বরে।