তীরে এসে তরী ডুবল রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ সুপার কাপ বা কোপা ডেল রের রুদ্ধশ্বাস ফাইনালে ৩-২ গোলে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা। রেকর্ড ৩২তম বার স্প্যানিশ সুপার কাপ জিতল কাতালানরা। উত্তেজনাপূর্ণ ম্যাচের সংযুক্ত সময় জুলেস কুন্দের গোলে ম্যাচে জয় তুলে নিল বার্সা। উত্তপ্ত ম্যাচে লাল কার্ড দেখলেন রিয়ালের ৩ ফুটবলার।
প্রথমার্ধে দুরন্ত ফুটবল খেলে বার্সেলোনা। এবারে লা লিগাতেও বার্সা বেশ বেগ দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। ফলে কোপা ডেল রের ফাইনালেও তেমন ইঙ্গিত ছিলই। প্রথম ৪৫ মিনিটে বার্সা যেখানে রিয়ালের গোলে ৪টি শট নিল , সেখানে জুনিয়ররা ১টা শটও নিতে পারেননি। বল পজিশন রিয়ালের দখলে ছিল মাত্র ৩৬ শতাংশ।
রেফারিং নিয়ে আগেই বিতর্ক তৈরি করে রিয়াল মাদ্রিদ
ম্যাচের ২৪ ঘণ্টা আগে থাকতেই রেফারিং ইস্যুতে সরগরম হয়ে উঠেছিল এল ক্লাসিকো। ফাইনালে যুযুধান দুই পক্ষের লড়াইয়ে চাপে ছিলেন রেফারিও। যদিও কোনো বিতর্কিত সিদ্ধান্ত ছাড়াই প্রথমে এগিয়ে যায় বার্সেলোনা। রিয়ালের ডিফেন্সের বাধ ভাঙ্গে প্রথমার্ধের মাঝামাঝি সময়।
ম্যাচের ২৮ মিনিটে রিয়ালের আক্রমণ প্রতিহত হওয়ার পর কুবারসি বল বাড়ান লামিনকে লক্ষ্য করে। ডানদিকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটানোর চেষ্টা করে, এরপর পেদ্রির উদ্দেশ্যে বক্সের বাইরে বল সাজিয়ে দেন ইয়ামাল। পুরো সোনায় বাঁধানো শটে বক্সের বাইরে থেকেই গোল করে যান পেদ্রি, রিয়াল গোলরক্ষকের কিছুই করার ছিল না।
৫৩ মিনিটে কিলিয়ান এমবাপে একক দক্ষতায় বল নিয়ে বার্সার গোলমুখে আক্রমণ করেন, কিন্তু গোলরক্ষক তা সেভ দিয়ে দেন। এই পরেই ফিরতি আক্রমণ থেকে গোলের সহজ সুযোগ নষ্ট করেন রাফিনহা। বক্সের ভিতর বল পেয়ে গোলে রাখতে পারলেই কাজ কঠিন হয়ে যেতে পারত রিয়ালের, কিন্তু তিনি লক্ষ্যভ্রষ্ট হন। এরপর জুনিয়র আবার বল পেয়ে আক্রমণে উঠলে তা বার্সার গোল রক্ষক প্রতিহত করেন।
রিয়ালকে সমতায় ফেরান এমবাপে
৬০ মিনিট নাগাদ জুনিয়রের শট লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর ফের বক্সের ভিতর থেকে গোলে বল রাখতে ব্যর্থ হন রাফিনহা। ৭০ মিনিটে কিলিয়ান এমবাপেকে বক্সের বাইরে ফাউল করেন ডি জং, ফ্রি কিক থেকেই দুর্দান্ত গোল করে রিয়ালকে সমতায় ফেরান ফরাসি তারকা এমবাপে।
শেষ ১৫ মিনিটে ২ গোল
৭৮ মিনিটে কর্নার থেকে আসা বলে জোরালো হেডারে রিয়ালকে এগিয়ে দেন চুয়ামেনি। ২-১ ব্যবধানে এগিয়ে যায় মাদ্রিদের দলটি। মদ্রিচ মাঠে নামার পরই রিয়ালের খেলার বল পাল্টে যায়।৮১ মিনিটে লামিনের শট দুরন্ত সেভ করেন কুরতোয়া। এরপরই লামিনের পাস থেকেই গোল করে বার্সাকে সমতায় ফেরান ফেরান তোরেস। রিয়াল ডিফেন্সের ভুলের সুযোগে বল জালে জড়িয়ে দেন তিনি। নির্ধারিত ৯০ মিনিটে ফলাফল ২-২ থাকার পর ম্যাচ গড়ায় সংযুক্ত সময়।
দুরন্ত গোল কুন্দের
এরপর সেখানেই টানটান থ্রিলারে জয় তুলে আনেন বার্সার ফরাসি ডিফেন্ডার জুলেস কুন্দে। ১১৬ মিনিটের মাথায় বটন কর্নারে জোরালো শটে বল রেখে বার্সাকে ৩-২ গোলে এগিয়ে দেন ফরাসি ডিফেন্ডার। এরপর রিয়ালের পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। এমবাপেকে কুবারসি ফাউল করার পর দেখা যায় ফরাসি তারকা অফসাইডে ছিলেন, এরপর পেনাল্টি বাতিল হতেই রেফারিকে উদ্দেশ্য করে রিয়ালের ডাগআউট থেকে কিছু ছোঁড়া হয়, তাতেই উত্তেজনা আরও বাড়ে।
এরপর রিয়াল মাদ্রিদের তিন ফুটবলার অ্যান্তোনি রুদিগার, জুডে বেলিংহ্যাম এবং লুকাস ভাজকুয়েজকে লালকার্ড দেখান রেফারি। বার্সার কোচ হিসেবে হ্যান্সি ফ্লিকের এটাই ছিল প্রথম কোনও মেজর ট্রফি। চলতি লা লিগাতেও বার্সা রয়েছে ভালো জায়গয়া। সেখানেও জার্মান কোচের তত্ত্বাবোধানে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে ইয়ামালদের কাছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।