লোকসভা নির্বাচনের দামামা বেজে উঠেছে। দেশজুড়ে জারি হয়েছে আদর্শ আচরণবিধি। ঠিক সেই অবহে এমন একটি ঘটনা প্রকাশ্যে এসেছে যা রীতিমতো অস্বস্তিতে ফেলেছে বিজেপি জোটকে। বিছানার উপরে পড়ে রয়েছে রাশি রাশি ৫০০ টাকার নোট। আর সেই নোট বিছানো বিছানায় শুয়ে আছেন এক ব্যক্তি। ঘটনাটি অসমের। বিজেপির জোটে থাকা ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল (ইউপিপিএল)-এর এক প্রাক্তন নেতাকে এমন অবস্থায় দেখা গিয়েছে। নোটের উপর ঘুমিয়ে থাকার সেই দৃশ্য কার্যত ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে অসম সহ দেশের রাজনীতিতে। বিরোধীরা দাবি করেছে যে ওই ব্যক্তি ইউপিপিএলে আছেন। যদিও ইউপিপিএলের দাবি, কয়েক মাস আগেই তাঁকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ভোটের মুখে দিল্লি-হাওড়া রাজধানী এক্সপ্রেস থেকে উদ্ধার ৫০ লাখ, কোলাঘাটে ২০ লাখ
লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুর্নীতিমুক্ত সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন। এর পাশাপাশি লোকসভার আগে অবিজেপি শাসিত রাজ্যগুলিতে জোর কদমে দুর্নীতির তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা ইডি, সিবিআই। সেক্ষেত্রে টাকাও উদ্ধার হচ্ছে। তার ওপর আবার লোকসভা ভোটের কারণে আদর্শ আচরণ বিধিও জারি করেছে নির্বাচন কমিশন। জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম বেঞ্জামিন বসুমাতারি।
কী দেখা যাচ্ছে ছবিতে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, বিছানায় সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে পড়িয়ে রয়েছে ৫০০ টাকার নোট। আর তার উপরে খালি গায়ে গামছা পরে ঘুমোচ্ছেন ওই নেতা। ৫০০ টাকার নোট শুধু বিছানাতেই নয়, ওই ব্যক্তির বালিশ এবং তাঁর শরীরের উপরেও ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমন ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এনিয়ে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধীরা।