ফের ভারতকে নিশানা করে তোপ দাগলেন মার্কিন বাণিজ্যসচিব হাওয়ার্ড লুটনিক। এর আগেও তাঁর মুখে শোনা গিয়েছিল নিউ দিল্লি নিয়ে কটাক্ষ। এবার ফের তাঁর মুখে শোনা গেল ভারতসহ আরও কয়েকটি দেশের প্রতি বিশেষ ‘উপদেশ’। সম্প্রতি নিউজ নেশনকে একটি সাক্ষাৎকার দেওয়ার সময় তিনি বলেন, ‘ভারতের মতো দেশগুলির উচিত তাদের বাজার উন্মুক্ত করে দেওয়া। এমন কিছু না করা যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ বিপন্ন হয়।’
ভারত ছাড়াও তোপে আরও দেশ
শুধু ভারত নয়, এদিন আরও বেশ কিছু দেশের কথাও শোনা যায় তাঁর মুখে। সুইজারল্যান্ড ও ব্রাজিলের প্রসঙ্গও টেনে আনেন তিনি। পরোক্ষভাবে পরামর্শ দেন সেই দুই দেশকেও। সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমাদের অনেক দেশকে ঠিক করতে হবে - যেমন সুইজারল্যান্ড, ব্রাজিল, ভারত। এই দেশগুলিকে আমেরিকার প্রতি সঠিক আচরণ করতে হবে।’
(আরও পড়ুন - তামিলনাডু পদপিষ্টের ঘটনায় ৩০ জনের ময়নাতদন্ত শেষ, ক্ষতিপূরণ ঘোষণা CM স্ট্যালিনের
আরও পড়ুন - বেদানা ইলিশের স্বাদে জমে যাবে অষ্টমী! মাত্র আধঘণ্টায় রাঁধুন বাড়িতেই, রইল রেসিপি)
‘স্রেফ দেখনদারি করতেই…’
ভারতের বাণিজ্য নীতির সমালোচনা করে এর আগেও মুখ খুলেছিলেন বাণিজ্যসচিব লুটনিক। ট্রাম্পের শুল্কের বিরুদ্ধে ভারতের প্রতিক্রিয়াকে তিনি দুঃসাহস বলে বর্ণনা করতেও কার্পণ্য করেননি। এছাড়াও, ভারতের এই নীতিকে লোক দেখানো বলেও মন্তব্য করেন আগের একটি সাক্ষাৎকারে। সেখানে তাঁকে বলতে শোনা যায়, ভারতে স্রেফ দেখনদারি করতেই এসব করছে। দুয়েক মাসের মধ্যেই নাকি আলোচনার টেবিলে ফিরতে পারে নিউ দিল্লি।