ধর্মীয় আস্থার সঙ্গে কোনও রকম আপোস নয়। গির্জার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে সাসপেন্ড করা হয়েছে তিরুমালা তিরুপতি মন্দিরের এক আধিকারিককে। এ রাজশেখর বাবু খ্রিস্টধর্মের প্রচার করেছেন বলে অভিযোগ তুলে সাসপেন্ড করা হয়েছে। তিরুমালা তিরুপতি দেবস্থানমের প্রশাসক মণ্ডলী এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গিয়েছে।আর এই ঘটনার পরেই রাজনৈতিক তরজা শুরু হয়েছ তামিলনাড়ুতে। (আরও পড়ুন: গুজরাটে মাঝখান গিয়ে ভেঙে পড়ল একটি সেতু, নদীতে পড়ল বহু গাড়ি, মৃত একাধিক)
আরও পড়ুন: ওষুধে ২০০%, তামার উপর ৫০% শুল্ক চাপালেন ট্রাম্প, কী প্রভাব পড়বে ভারতের ওপর?
জানা গিয়েছে, প্রতি রবিবার তিরুপতি জেলায় নিজের শহর পুট্টুরের গির্জার প্রার্থনাসভায় অংশ নিচ্ছিলেন ভগবান বেঙ্কটেশ্বরের মন্দির, তিরুমালা তিরুপতির অ্যাসিস্ট্যান্ট এগজিকিউটিভ অফিসার রাজাশেখর বাবু।আর তাতেই প্রবল ক্ষুদ্ধ মন্দির কর্তৃপক্ষ। হিন্দু দেবোত্তর আইনে যে বিধি রয়েছে, রাজাশেখর তা লঙ্ঘন করেছেন বলে অভিযোগ। তাঁর বিরুদ্ধে খ্রিষ্টধর্ম প্রচারের অভিযোগও তুলেছেন মন্দির কর্তৃপক্ষ। এক বিবৃতিতে তিরুমালা তিরুপতি মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, ‘তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি) বোর্ডে জানতে পেরেছেন যে, শ্রী রাজাশেখর বাবু প্রতি রবিবার পুট্টুরে গির্জার প্রার্থনা সভায় অংশ নেন।' (আরও পড়ুন: ইয়েমেনে বন্দি ভারতীয় নার্সের মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কবে? জানাল রিপোর্ট)
আরও পড়ুন-'বাবা আমাকে গর্ভবতী করেছে!' ট্রেনের টয়লেটে সন্তান প্রসব, চাঞ্চল্য উত্তর প্রদেশে
অহিন্দু ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেওয়া কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ করছেন মন্দির কর্তৃপক্ষ। সেই তালিকায় এবার নাম জুড়ল রাজাশেখরের। এখনও পর্যন্ত শিক্ষক, প্রযুক্তি অফিসার, নার্স, আধিকারিক-সহ ১৮ জনকে বদলি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের বিবৃতি অনুসারে, তিরুমালা তিরুপতির বিধি লঙ্ঘন করেছেন রাজাশেখর। হিন্দু ধর্মীয় সংগঠনের অংশ হয়ে দায়িত্বজ্ঞানহীনের মতো আচরণ করেছেন তিনি। ভিজিল্যান্স বিভাগ বিষয়ে তুলে ধরে, জমা পড়ে প্রমাণপত্র। সেই নিরিখেই রাজাশেখরের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে। গির্জার প্রার্থনাসভায় রাজাশেখর রয়েছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: অপারেশন সিঁদুরে পাককে মদত করা তুরস্কের নজর ভারতের পূর্বে, বাংলাদেশ সেনা বলল…
পৃথিবীর সবচেয়ে ধনী মন্দির তিরুমালা তিরুপতি। গত ফেব্রুয়ারি মাসেও বেশ কিছু কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ করে তারা।ওই কর্মীদের বরখাস্ত করার পাশাপাশি তাঁদের অন্য সরকারি চাকরিতে বদলি অথবা স্বেচ্ছাবসরের নির্দেশ দেওয়া হয়। মন্দিরে অহিন্দু রীতি পালনের অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে মন্দির কমিটি।এই ঘটনা প্রসঙ্গে টিটিডি বোর্ডের অধ্যক্ষ বিআর নায়ডু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন, 'শুধুমাত্র হিন্দু কর্মীই দেবস্থানে কাজ করতে পারবেন। ধর্মীয় আস্থার সঙ্গে আমরা কোনও আপস করব না। ওই ১৮ জন কর্মীকে অহিন্দু রীতি পালনের সময় হাতেনাতে ধরা হয়েছে। যার জেরেই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।'
আরও পড়ুন: পাক-চিনের সঙ্গে হাত মিলিয়েছে বাংলাদেশ, কী বলছেন ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ?
প্রসঙ্গত, সম্প্রতি তিরুমালা তিরুপতি মন্দিরকে ঘিরে একের পর এক বিতর্ক মাথাচাড়া দিয়েছে।তার মধ্যে নতুন সংযোজন হলেন রাজশেখর বাবু। মন্দির সংস্থার চেয়ারম্যান বিআর নায়ডুর মতে, তিরুমালা তিরুপতি একটি স্বতন্ত্র ধর্মীয় সংগঠন। ব্যক্তিগত ভাবে তিনি অহিন্দুদের কাজে নিয়োগ করার বিরোধী।