বাংলা নিউজ > ঘরে বাইরে > Cyclone Fengal Effect: ঘূর্ণিঝড় ফেঙ্গালের জের, ৩০ বছরে এত বৃষ্টি হয়নি! জলের নীচে পুদুচেরি, উদ্ধারে NDRF
পরবর্তী খবর
Cyclone Fengal Effect: ঘূর্ণিঝড় ফেঙ্গালের জের, ৩০ বছরে এত বৃষ্টি হয়নি! জলের নীচে পুদুচেরি, উদ্ধারে NDRF
1 মিনিটে পড়ুন Updated: 01 Dec 2024, 03:33 PM ISTSatyen Pal
পুদুচেরিতে ১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮.৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ।
ফেঙ্গালের জেরে প্রচুর বৃষ্টি পুদুচেরিতে। (PTI Photo)
ফেঙ্গালের প্রভাব। প্রচুর বৃষ্টি পুদুচেরিতে। গত ৩০ বছরে এত বৃষ্টিতে আগে কোনও দিন হয়নি। বিভিন্ন জায়গা জলের নীচে চলে গিয়েছে। এনডিআরএফ উদ্ধারে নেমেছে।
পুদুচেরির মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী ঘোষণা করেছেন যে কেন্দ্রশাসিত অঞ্চলটিতে রাতভর ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ঘূর্ণিঝড় ফেঙ্গাল শনিবার সন্ধ্যায় আছড়ে পড়ার সাথে সাথে বন্যা দেখা দিয়েছে। এটি গত ৩০ বছরে কেন্দ্রশাসিত অঞ্চলে রেকর্ড করা সর্বোচ্চ বৃষ্টিপাত বলে চিহ্নিত করা হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
'পুদুচেরিতে ৫০ সেন্টিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বর্তমানে বন্যাকবলিত এলাকা পরিদর্শন করছি। বন্যার জলে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দল অক্লান্ত পরিশ্রম করছে, সংবাদ সংস্থা এএনআইকে বলেছেন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামী।
পুদুচেরিতে সেনাবাহিনী ও এনডিআরএফ উদ্ধার কাজে নেমেছে, চেন্নাইয়ে ট্রেন পরিষেবা শুরু
১ ডিসেম্বর সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৮.৪ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা ১৯৯৫ থেকে ২০২৪ সালের মধ্যে সর্বোচ্চ।
ঘূর্ণিঝড় ফেঙ্গালের ফলে ভারী বৃষ্টিপাতের ফলে বিভিন্ন জায়গা জলের নীচে চলে যায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে পড়েছে। শনিবার রাত ১১টা থেকে বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।
ঘূর্ণিঝড় ফেঙ্গাল: ল্যান্ডফল সম্পূর্ণ, স্বাভাবিক অবস্থা ফিরে এসেছে চেন্নাইয়ে
ঘূর্ণিঝড় ফেঙ্গাল উত্তর তামিলনাড়ু ও পুদুচেরি উপকূল অতিক্রম করে। এরপর রবিবার সকালে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়।
১ ডিসেম্বর থেকে শহরতলির সমস্ত জেলায় ইলেকট্রিক মাল্টিপল ইউনিট (ইএমইউ) ট্রেন পরিষেবা স্বাভাবিক কাজ শুরু করেছে।
ঘূর্ণিঝড় ফেঙ্গল: ত্রাণ তৎপরতা চালাচ্ছে সেনা ও এনডিআরএফ
দক্ষিণ ভারত এলাকার অধীনে কাজ করা চেন্নাই গ্যারিসন ব্যাটালিয়নের ভারতীয় সেনা জওয়ানদের রবিবার ভোরে পুদুচেরির বন্যা বিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজে সহায়তা করার জন্য মোতায়েন করা হয়।
পুদুচেরিতে আরাকোনাম থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ত্রাণ ও পুনর্বাসনের কাজে অংশ নিতে এসেছে।
ঘূর্ণিঝড় ফেঙ্গাল: ৬ ঘণ্টা স্থির ঘূর্ণিঝড়
ফেঙ্গাল কুড্ডালোর থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তরে এবং ভিল্লুপুরম থেকে ৪০ কিলোমিটার পূর্বে কেন্দ্রশাসিত অঞ্চলের কাছে গত ছয় ঘন্টা ধরে স্থির রয়েছে।